Skip to content

পদ্মা সেতুর নাট বল্টু খুলে টিকটক ভিডিও! হেফাজতে নিতেই স্বীকার করল আসল কারণ

    img 20220630 190211

    বর্তমান সময়ে সংবাদ শিরোনামে বার বার উঠে আসছে বাংলাদেশের স্বপ্নের সেতু পদ্মা সেতুর (padma setu) নাম। গোটা বিশ্বের নজির এই ঐতিহাসিক সেতু নিয়ে নানা খরব উঠে আসছে সংবাদ শিরোনামে। কখনও উঠছে কোন ভালো বিষয়, আবার কখনও দেখা যাচ্ছে সেতুর নাট বল্টু খুলে নিয়ে ভিডিও বানাচ্ছেন কোন যুবক। আবার স্যোশাল মিডিয়া থেকে জানা যাচ্ছে, এই সেতু দেখার জন্য ইতিমধ্যেই পদ্মাপারের সমস্ত হোটেল বুকিংও হয়ে গিয়েছে।

    এবার গ্রেফতার হলেন পদ্মা সেতুর (padma setu) নাট বল্টু খুলে ভাইরাল হওয়া সেই যুবক বায়েজিদ তালহা (Bayezid Talha)। টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে এখন তাঁর ঠিকানা পুলিশ স্টেশন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, টোল প্লাজায় টাকা দিয়ে সেতুর জাজিরা প্রান্ত ঘুরে ফেরবার পথে ৩০ থেকে ৩৫ নম্বর পিলারের মধ্যবর্তী জায়গার নাট খোলেন বায়েজিদ তালহা। আর তা দিয়েই তৈরি করেন নিজের টিকটক ভিডিও।

    img 20220630 190007

    এই ঘটনার জন্য তাঁকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদ থেকে জানা যায়, পরিকল্পিতভাবে পদ্মা সেতুর নির্মাণকাজ নিয়ে প্রশ্ন তোলার জন্যই এমন ভিডিও বানিয়ে ছিলেন ওই যুবক। আগে থাকতেই গাড়িতে থাকা টুলবক্সের সরঞ্জাম ব্যবহার করে সেতুর রেলিংয়ের নাট খুলে, পরে সেই ঢিলা নাট খুলে টিকটকে ভিডিও বানান বায়েজিদ তালহা। এই কাজে তাঁর সঙ্গী কায়সারকেও পুলিশ খুঁজছে।

    ঢাকার শান্তিনগর এলাকা থেকে ৩১ বছর বয়সী বায়েজিদ তালহাকে (Bayezid Talha) গ্রেফতার করার পর পদ্মা সেতু দক্ষিণ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে তাঁর বিরুদ্ধে। আদালতের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে বায়েজিদ তালহার বিরুদ্ধে।

    img 20220630 185932