বলিউড সিনেমার গল্পকেও হার মানায় বিখ্যাত এই গায়কের প্রেম কাহিনী। মনে করিয়ে দেয় ‘ম্যায় হুঁ না’ ছবির গল্প। এটি কোন ছবির নয়, বাস্তব জীবনের গল্প। ফিল্মের সাথে শুধু একটা পার্থক্য আছে, আর সেটা হল ছাত্রের বয়স কম আর শিক্ষক অনেক বড়। আপনি কি অনুমান করেছেন যে আমরা কার প্রেমের গল্পের কথা বলছি? হ্যাঁ, এটি আর কেউ নয়, বিশ্ব খ্যাত অরিজিৎ সিংয়ের (Arijit Shing) প্রেমের গল্প।
আট থেকে আশি সবাই অরিজিৎ-এর ভক্ত। সম্প্রতি পাওয়া খবরে, অরিজিৎ সিং মাত্র ১০ বছর বয়সে তার চেয়ে অনেক বেশি বয়সী শিক্ষিকার প্রেমে পড়েন। মুম্বাইয়ে এক সাক্ষাৎকারে অরিজিৎ তার প্রথম প্রেমের কথা বলতে লজ্জা পাচ্ছিলেন। সে তখন ক্লাস ফাইভে। শিক্ষকের প্রেমে পড়েন অরিজিৎ সিং। পরীক্ষা দিতে গিয়ে দেখেন, একজন শিক্ষিকা পাহারায় রয়েছেন।
ঐ শিক্ষিকার সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে, পরীক্ষা হলে লেখার কথা ভুলে গিয়ে তার জন্য একটি প্রেমের গান গেয়েছিলেন। ওই শিক্ষিকা গান শুনে পরীক্ষায় কত নম্বর দিয়েছেন তা জানা না গেলেও, এখনও দেখা হলে প্রথম ভাল লাগার কথা ‘ম্যাডাম’-কে মনে করিয়ে দিতে ভোলেন না ‘আশিকি-২’-এর গায়ক। অরিজিৎ সেই গানটি মাঝেমাঝেই গুনগুন করেন, আর তখনই মনে পড়ে ছোটবেলার প্রথম প্রেমের কথা।
এছাড়াও একাধিকবার ভিন্ন নারীর প্রেমে পড়েছিলেন অরিজিৎ। এই জনপ্রিয় গায়ক গিটার হাতে মঞ্চে দাঁড়ালেই দর্শকরা পাগল হয়ে ওঠেন। অনুষ্ঠানে গান গাইতে শুরু করলে মিলনায়তনে দর্শকের ভিড়ে বাঁধ ভেঙে যায়। অনেক ভক্তরা তাকে একবার স্পর্শ করতেও ছুটে আসেন। অরিজিতের ২০১১ সাল থেকে ক্রমবর্ধমান বাড়তে থাকা জনপ্রিয়তায় কখনো ভাটা পড়েনি। সঙ্গীতের জগতে তার স্থান অনেক ঊর্ধ্বে।