Skip to content

বিলাসিতার দিক থেকে একাধিক বলি অভিনেতাকে টেক্কা দেবেন কাপিল শর্মা, শুধুমাত্র এত কোটি টাকার রয়েছে ভ্যানিটি ভ্যান

    কৌতুক অভিনেতা কপিল শর্মা (Kapil Sharma) এই সময়ে সারা বিশ্বের মানুষের প্রথম পছন্দ ছিল। শুধু ভারতেই নয়, বিদেশেও তার শো’গুলো বেশ জনপ্রিয়। তিনি যেভাবে তার কথায় মানুষকে হাসাতে চলেছেন, তাতে তার ফ্যান ফলোয়িং ক্রমাগত বাড়ছে। আজ কপিল শর্মা এত সম্পদের মালিক যা, বলিউডের বড় বড় তারকাদেরও টেক্কা দিতে পারে। কপিল একটি শোয়ের জন্য মোটা অঙ্কের চার্জ নেন বলে জানা যায়।

    খবর অনুযায়ী, কপিলের নিজস্ব একটি বিলাসবহুল ভ্যানিটি ভ্যানও রয়েছে। যার দাম জানলে হুঁশ উড়ে যাবে অনেকের। কপিল শর্মার দামি গাড়ি থেকে বড় বিলাসবহুল বাড়ি সব কিছুই রয়েছে। সম্প্রতি, তার নতুন ভ্যানিটি ভ্যান নিয়ে আলোচনা চলছে সর্বত্র। যার পেছনের কারণ হল, ভ্যানিটি ভ্যানটির মূল্য। এর দামে কেনা যেতে পারে খুবই বিলাসবহুল বাংলো।

    জানা যায়, তার এই ভ্যানিটি ভ্যানটি ফাইভ ষ্টার হোটেলের রুমের থেকে কোন অংশে কম নয়। এই ভ্যানিটি ভ্যানে একটি বিলাসবহুল বাড়িতে থাকা সমস্ত আরাম ও সুবিধা রয়েছে। এতে একটি বড় এলইডি স্ক্রিনও রয়েছে। এই ভ্যানিটি ভ্যানটির ডিজাইন করেছেন ডিজাইনার ‘দিলীপ ছাবদিয়া’। এই সেই দিলীপ ছাবরিয়া যিনি কিং খানের ভ্যানিটি ডিজাইনও করেছিলেন।

    শোনা যাচ্ছে, সবার নজর কেড়েছে এই ভ্যানিটি ভ্যানটি। খবর অনুযায়ী, এই ভ্যানিটি ভ্যানের দাম প্রায় সাড়ে পাঁচ (5.5) কোটি টাকা। কপিল শর্মা বহু বছর ধরে মানুষকে হাসিয়ে চলেছেন। আজ তিনি রাজকীয় জীবনযাপন করছেন। কপিলের পোশাক থেকে শুরু করে তার ঘড়ি, জুতা, জ্যাকেট সবকিছুই আলোচনায় থাকে। বর্তমানে কপিল বলিউড তারকাদের থেকে কোন দিকেই কম নন।