Skip to content

এবার বিমানের নিয়ম চলবে রেলপথেও, বেশি ওজনের মালপত্র বহনে জারী হল নিষেধাজ্ঞা

    img 20221027 191734

    যাত্রী সুবিধার্থে প্রায়শই নানা ধরনের নতুন নিয়ম বের করে ভারতীয় রেল (indian railway)। যার ফলে রেলপথে চলার সময় নানারকম সুবিধা পেতে পারেন যাত্রীরা। তবে অনেক সময় অনেক নিয়ম যাত্রীদের যদি না জানা থাকে, তাহলে সফরকালে সমস্যায় পড়তে পারেন যাত্রীরা।

    আবার উৎসবের সময় রেলস্টেশনগুলোতেও প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করা যায়। কিছু মানুষ তাঁদের গন্তব্যে যাওয়ার জন্য স্টেশনে গিয়ে থাকেন। আবার কিছু মানুষ এমনই সময় কাটাতে, আড্ডা দিতে স্টেশনে গিয়ে থাকেন। সেই কারণে স্টেশনে ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড়কে নিয়ন্ত্রণে রাখার এক নতুন নিয়ম জারি করল ভারতীয় রেল (indian railway)।

    img 20221027 191550

    সেই কারণে দিল্লী, গাজিয়াবাদ, আনন্দ বিহার, চেন্নাই সহ একাধিক বড় স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের মূল্য ৩ গুণ বেশি করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। যার ফলে মানুষজন যাতে বিনা কারণে স্টেশনে ভিড় না বাড়ায় এবং যাতে এই ভিড় নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়।

    এই নতুন নিয়মের পাশাপাশি এবার বিমানের মতই এক নিয়ম জারি করা হচ্ছে রেলপথেও। বিমান পরিষেবার ক্ষেত্রে আপনি নিজের সঙ্গে খুব বেশি মালপত্র বহন করতে পারবেন না। একটা নির্দিষ্ট পরিমাণ ওজনের বেশি জিনিসপত্র বিমানে বহন করায় নিষেধাজ্ঞা জারী করা আছে। এবার থেকে এই নিয়ম চালু করা হচ্ছে রেলপথেও। এক্ষেত্রেও একটি নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হচ্ছে।

    এক্ষেত্রে নিয়মে বলা হয়েছে, যদি কোন যাত্রী ট্রেনে সফরকালে নির্ধারিত ওজনের বেশি মালপত্র (luggage) বহন করে, তাহলে সেই যাত্রীকে ৫০০ কিমি পর্যন্ত দূরত্বের জন্য, ৬০০ টাকার বেশি জরিমানা দিতে হতে পারে। আবার বেশি মালপত্র সঙ্গে থাকলে, তা আপনি লাগেজের বগিতে জমা দিতে পারেন। তার জন্য আপনাকে কিছু ভাড়া দিতে হবে। এর অন্যথায় জরিমানা হতে পারে।

    img 20221027 191535

    আরও জানা গিয়েছে, রেলের প্রতিটি বড় বড় স্টেশনে স্ক্যানার মেশিন বসানো থাকবে। যাতে করে এই স্ক্যানারের মাধ্যমে যাত্রীদের ব্যাগ পরীক্ষা করে জানা যাবে, ব্যাগটির ওজন কত এবং সেইসঙ্গে ব্যাগে কোন দাহ্য পদার্থ থাকলেও তা জানা যাবে। আর সেক্ষেত্রে দাহ্য পদার্থ ধরা পড়লে ১০০০ টাকা জরিমানা থেকে ৬ মাসের জেল পর্যন্তও হওয়ার সম্ভাবনা রয়েছে।