সম্প্রতিকালে পশ্চিমবঙ্গে শিল্পায়ন নিয়ে অনেক চর্চা চলছে। এরই মাঝে বড় বার্তা দিল রেল মন্ত্রক। খবর অনুযায়ী সর্ব প্রথম মেট্রো ট্রেনের কোচ নির্মাণের কাজ শুরু হতে চলেছে বাংলায়। রাজ্যে এই নির্মাণ কাজের জন্য বহু মানুষের কর্মসংস্থান হবে বলে মনে করা হচ্ছে। পরিবেশবান্ধব এই মেট্রো কোচ তৈরি হতে চলেছে টিটাগর, ‘হিন্দমোটরে’। এর আগে পর্যন্ত স্টিল ও অ্যালমনিয়ামের এই নতুন প্রযুক্তির কোচ কখনো তৈরি করা হয়নি ভারতে।
সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এবার ইতালিয়ান প্রযুক্তিকে কাজে লাগিয়ে নির্মিত হতে চলেছে পরিবেশ বান্ধব মেট্রো কোচ। এই উন্নত মানের কোচ তৈরি হবে টিটাগড় হিন্দমোটর ওয়াগন ফ্যাক্টরিতে। ফ্যাক্টরির এমডি জানিয়েছেন, ভবিষ্যতে তাদের কর্মচারীদের ইতালিতে পাঠিয়ে প্রশিক্ষণও করাবেন। জানা যাচ্ছে, পুনে এবং ব্যাঙ্গালুরুতে আধুনিক ও উন্নত প্রযুক্তির মেট্রো পরিষেবা চালু হতে চলেছে।
এই করণে রাজ্যে নির্মিত কোচগুলো সরবরাহ করা হবে প্রথমত পুনে ও ব্যাঙ্গালুরুতে। নির্মিত কোচগুলি এলমনিয়াম দিয়ে তৈরীর কারণে সাধারণ কোচ এর তুলনায় অনেক গুণ হালকা হবে বলে জানা যাচ্ছে। এবং পরিবেশ বান্ধব হওয়ার কারণে পুরোটাই কার্বন মুক্ত থাকবে। এই লো কার্বন ফুট প্রিন্ট-এর কারণে দূষণ অনেকটাই রোধ করবে। এর পাশাপাশি বৈদ্যুতিক খরচ অনেক কম হবে।
যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে পরিবেশ বান্ধব এই কোচগুলোতে উন্নত একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কচের ভেতরের জায়গা থাকবে অনেকটাই বেশি। এবং দরজা ও জালনার আকার থাকবে বেশ বড়। এর পাশাপাশি রয়েছে এন্টি ড্রাগ সিস্টেম এর সুবিধা। যার ফলে অত্যন্ত সূক্ষ্ম কিছুও দরজায় আটকে গেলে ট্রেন চালু হবে না। এছাড়াও যাত্রীদের জন্য বসার সিট গুলো থাকবে বেশ আরামদায়ক।