Skip to content

এবার ভারতের সবচেয়ে বড় বিমানবন্দর তৈরি করছে টাটা গ্রুপ, তাজ্জব গোটা দুনিয়া

    img 20220711 183824

    আনন্দ সংবাদ বইছে দিল্লি-নয়ডাবাসীর কাছে। দেশের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হচ্ছে নয়ডাতে যা ২০২৪-র মধ্যেই শেষ হয়ে যাবে। সুইজারল্যান্ডের জুরিখের একটি সংস্থা এই কাজের দায়িত্ব নিয়েছে। আর জানা গিয়েছে, এই বিমানবন্দর তৈরির কাজের বরাত দেওয়া হয়েছে টাটা (tata) প্রোজেক্টসকে।

    টাটা (tata) গ্রুপ ২০২৪ সালের মধ্যে এই কাজ শেষ করবে বলে জানা গিয়েছে। বিমানবন্দররের টার্মিনাল, রানওয়ে, এয়ারসাইড পরিকাঠামো, রাস্তা, ল্যান্ডস্লাইড ফেসিলিটিও এই সংস্থা তৈরি করবে বলে জানা গিয়েছে। আর এই কাজ করতে দুবছরেরও কম সময় লাগবে বলে জানা গিয়েছে।

    img 20220711 183631

    কেন্দ্রীয় বিমানমন্ত্রক সূত্রের খবর, এই বিমানবন্দর তৈরির কাজ শেষ হবে ২০২৪-র মধ্যেই। জানা যাচ্ছে, ৫ হাজার কোটি টাকারও বেশি খরচ হবে এই বিমানবন্দর তৈরি করতে। ১৩৩৪ হেক্টর জমি নিয়ে ২০১৯ সালে নয়ডা বিমানবন্দর (noida airport) গড়ার বরাত পেয়েছে জুরিখ এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এজি। যাত্রী পরিষেবা দিতে পারবে ১২০ লক্ষ। আর এই কাজের পুরো কাজের বরাত পেয়েছে টাটা (tata) গ্রুপ। এমনকি এই নয়ডা বিমানবন্দরে (noida airport) গ্রিনফিল্ড ব্যবস্থার সুবিধাও থাকবে।

    img 20220711 183643

    এবিষয়ে টাটা প্রোজেক্টসের সিইও বিনায়ক পাই জানান, ‘আমরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে, পরিবেশবান্ধব এবং নিরাপদ পদ্ধতির প্রয়োগ করে যমুনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রাইভেট লিমিটেডের সঙ্গে এক যোগে কাজ করে সময়সীমার আগেই কাজ শেষ করার পরিকল্পনা করেছি’।

    একদিকে টাটা গ্রুপের হাতে এই কাজ যাওয়ায় এবং অন্যদিকে নয়ডায় দেশের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর (noida airport) তৈরি হওয়ার খবরে গোটা দেশ জুড়ে খুশির হাওয়া বইছে। আগামী ২ বছরের মধ্যেই গ্রেটার নয়ডার জেওয়ারে এই বিমানবন্দরের কাজ শেষ হবে বলে জানা গিয়েছে।