Skip to content

এবার চলচ্চিত্রে পা রাখছেন ক্যাপ্টেন কুল, খুব শীঘ্রই দক্ষিণি তারকার সঙ্গে জুটি বাঁধবেন মহেন্দ্র সিং ধোনি

    img 20220624 113622

    মাঠে নেমে ব্যাট হাতে হাঁকিয়েছেন একের পর এক ছক্কা, সৃষ্টি করেছেন হেলিকাপ্টার শট। এবার নতুন জগতে পা রাখতে চলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। শোনা গিয়েছে, খুব দ্রুতই ছবির প্রযোজনা করতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।

    ভারতীয় দলের হয়ে ক্রিকেট দুনিয়ায় দীর্ঘ দিন ধরে খেলার পর, সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বর্তমান সময়ে আইপিএল ছাড়া আর অন্য কোন খেলায় তাঁকে আর দেখা যাচ্ছে না। তবে ক্রিকেট থেকে সরে এলেও নিজের ফর্মেই রয়েছেন তিনি। বাড়িতেই তৈরি করেছেন ফার্ম। আর সেখানে অর্গানিক ফল, শাক-সব্জি থেকে শুরু করে রয়েছে কড়কনাথ মুরগিও।

    img 20220624 113711

    নিজের ফার্মেই বেশিরভাগ সময়টা কাটানোর পর এবার চলচ্চিত্র জগতে পা রাখতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। সূত্রের খবর, শীঘ্রই তামিল ছবির প্রযোজনা করতে চলেছেন ক্যাপ্টেন কুল। তবে তামিল ছবি শোনার পর অনেকের মনেই প্রশ্ন জাগছে, বলিউড ছেড়ে তামিল ইন্ডাস্ট্রি কেন? এবিষয়ে জানা গিয়েছে, আইপিএল-এ চেন্নাইয়ের হয়ে মাঠে নামার সুবাদে সেখানকার মানুষের সঙ্গে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছে মাহির। তারউপর সেখানে ‘থালা’ নামে পরিচিতি পেয়েছেন ধোনি।

    img 20220624 113732

    আবার শোনা যাচ্ছে, চেন্নাইয়ের গোকুলম স্টুডিওতে গত বছর আগস্ট মাসে দক্ষিণি তারকা বিজয়ের (Vijay) সঙ্গে দেখা হয় ধোনির। সেখানে তখন ধোনি একটি বিজ্ঞাপনের শুটিং এবং বিজয় তাঁর ছবি ‘বিস্ট’র শুটিং-এ ব্যস্ত ছিলেন। আর তখনই তাঁদের দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে।

    img 20220624 113655

    সেইসময় তাঁদের দুজনের ছবি ব্যাপকহারে ভাইরাল হয়েছিল স্যোশাল মিডিয়ায়। তবে শোনা গিয়েছে, চলচ্চিত্রের প্রযোজক হওয়ার সিদ্ধান্ত নিয়েই নাকি বিজয়কে প্রথম ফোন করে ছবি করার প্রস্তাব দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তবে এখন শুধু সময়ের অপেক্ষা, কখন ছবির শুটিং শুরু হবে এবং কখন ছবি মুক্তি পাবে। আর এই ছবি তৈরি হওয়ার পরই মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) মুকুটে জুড়বে আরও একটি পালক, প্রযোজকের তকমা।