Skip to content

এবার বিদেশ যাত্রা হবে অনেক সস্তায়, ভারতীয় মুদ্রার মূল্য অনেক বেশি এই ৫ দেশে

    img 20220721 125303

    অনেকেই স্বপ্ন দেখেন কিছুটা পরিমাণ অর্থ সঞ্চয় করে দেশ বিদেশে ঘুরতে যাবেন। তবে দেশের মধ্যে ঘুরতে যাওয়া অবধি ঠিক থাকলেও, বিদেশের মাটিতে পা রাখার স্বপ্ন থাকলেও, অনেকের সেই আশা পূরণ হয় না। কারণ এমন অনেক দেশ রয়েছে যেখানে ভারতীয় মুদ্রার মূল্য অনেক কম। তবে কষ্ট পাওয়ার দিন শেষ। ভারতের (india) বাইর এমন কিছু দেশ রয়েছে, যেখানে ভারতীয় মুদ্রার মূল্য (currency value) অনেক বেশি। সেখানে গিয়ে আপনি স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারবেন আপনার ইচ্ছেমত।

    img 20220721 124914

    ইন্দোনেশিয়া (Indonesia)- এশিয়া মহাদেশের অন্যতম একটি ভ্রমণ স্থান ইন্দোনেশিয়া, এখানে প্রচুর বৌদ্ধ ও হিন্দু মন্দির রয়েছে। এখানে ভারতীয় ১ টাকার মূল্য ১৮৮.১১ টাকা। অর্থাৎ ভারতীয় ১০০ টাকা ইন্দোনেশিয়ার ১৮৮১১ টাকার সমান।

    img 20220721 124937

    লাওস (Laos)-  সুন্দর গ্রাম এবং জলপ্রপাতে ঘেরা লাওস পর্যটকদের কাছে ভীষণই জনপ্রিয় স্থান,। জানিয়ে রাখি, এখানকার ১৮৮ টাকার সমান ভারতের ১ টাকার সমান। অর্থাৎ ভারতের ১০০ টাকার সমান হবে লাওসের ১৮৮৬৪ টাকা।

    img 20220721 124958

    সাউথ কোরিয়া (South Korea)- পূর্ব এশিয়ার দেশ সাউথ কোরিয়ার K Drama বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। মূলত ফ্যাশন, টেকনোলজি ও কসমেটিক সার্জারির জন্য বিখ্যাত এই দেশে ভারতীয় ১০০ টাকার মূল্য ১৬০০ টাকা।

    img 20220721 125303

    কম্বোডিয়া (Cambodia)- এশিয়ার এই দেশে ঐতিহাসিক ভবনগুলো আজও সুন্দর ভাবে সংরক্ষণ করা আছে। এই দেশের ঐতিহাসিক স্ট্রাকচার ও মিউজিয়াম দেখতে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ সেখানে ঘুরতে যান। এই দেশে ভারতীয় ১০০ টাকার সমান কম্বোডিয়ার ৫১২৬ টাকা।

    img 20220721 125046

    ভিয়েতনাম (Vietnam)- দক্ষিণ এশিয়ার একটি দেশ হল ভিয়েতনাম, যা বর্তমান সময়ের বিখ্যাত ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোর মধ্যে অন্যতম। এই এলাকার সুন্দর সৈকত, সংস্কৃতি ও খাদ্য টুরিস্টদের কাছে ভীষণই জনপ্রিয়। জানিয়ে রাখি, ভিয়েতনামের ২৯৪.২১ টাকার সমান ভারতের ১ টাকা। অর্থাৎ আপনি যদি ১০০ টাকা নিয়ে ভিয়েন্মানে ঘুরতে যান, সেখানে গিয়ে ভারতীয় ১০০ টাকার পরিবর্তে আপনি ২৯৪২১ টাকা পেয়ে যাবেন।