Skip to content

মাটি থেকে ৩০ মিটার গভীরে রেলস্টেশন! দেশের গভীরতম এই রেলস্টেশনটি রয়েছে বাংলায়

    img 20230414 131705

    বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক হল “ভারতীয় রেল” (Indian railway)। এই রেলপথ ধরেই প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নিজের গন্তব্য স্থানে পৌঁছান। একইভাবে রেল কর্তৃপক্ষও যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে প্রায় নতুন নতুন কিছু নিয়ম ও পরিষেবা বের করে চলেছে। তবে ট্রেনে যাতায়াত করলেও, রেলের বিষয়ে এমন কিছু অবাক করা ঘটনা রয়েছে, যা অনেকেরই অজানা।

    img 20230414 131735

    প্রতিদিন মানুষ ট্রেন কিংবা মেট্রোতে যাতায়াত করলেও, এই পরিষেবার বিষয়ে অনেক তথ্যই অনেকের অজানা রয়ে গিয়েছে। যেমন এই রেলপথেই এমন কিছু স্টেশন রয়েছে, যার কোন নাম নেই। সেরকমই আবার এমন অনেক রেল স্টেশন রয়েছে, যেখানে সন্ধ্যের পর আর কোন ট্রেন দাঁড়ায় না।

    img 20230414 131721

    তেমনই এই ভারতের মধ্যেই যেমন সবথেকে উঁচু রেলস্টেশন রয়েছে, অন্যদিকে রয়েছে আবার সবথেকে গভীরতম রেলস্টেশনও। দেশের সর্বোচ্চ রেলস্টেশন দার্জিলিংয়ের ঘুম (Ghum railway station), এটা অনেকেরই জানা। এই রেল স্টেশন সমুদ্রপৃষ্ঠ থেকে ২২৫৮ মিটার উচ্চতায় অবস্থিত।

    তেমনই জানেন কি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০ মিটার গভীরেও রয়েছে একটি রেলস্টেশন! এটি হল ‘হাওড়া ময়দান মেট্রো রেল স্টেশন’ (Howrah Maidan Metro Railway station), যা চলবে গঙ্গা নদীর নীচ দিয়ে। এই প্রথম ভারতে এমন কোন ট্রেন চলাচল করবে, যা কিনা ছুটবে মাটির নীচ থেকে।

    img 20230414 131748

    ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের আওতায় এই লাইনের কাজ সবে মাত্র শেষ হয়েছে, এবং ট্রায়াল রান খুব ভালো ভাবেই সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। আশা করা যাচ্ছে, খুব শীঘ্রই গঙ্গার নীচের এই মেট্রোতে চলাচল করতে পারবেন সাধারণ যাত্রীরাও।