Skip to content

মানুষ দেখলেই পাখির মত উড়ে পালায় এই সাপ! রইল গ্রিন স্নেকের ভাইরাল ভিডিও

    img 20221023 022340

    বাড়ির চারপাশে কিংবা কোন জলাশয়ে সাপ (snake) হয়ত অনেকেই দেখেছেন। কিন্তু কখনও কি শুনেছে সাপ আবার উড়তে পারে! হ্যাঁ শুনতে অবাক লাগলেও, বাস্তবে ঠিক এমনই এক সাপের খোঁজ পাওয়া গেল, যা কিনা আবার উড়তে সক্ষম। আর স্যোশাল মিডিয়ায় এই সকল সাপের ভিডিও ভাইরাল (viral video) হচ্ছে ঝড়ের গতিতে।

    এই ধরনের সাপকে বলা হয় গ্রিন স্নেক (green snake)। সবুজ রঙের এই সাপ একেবারে গাছের পাতার মতই দেখতে। কখনও বা গাছের সবুজ পাতার সঙ্গে কিংবা আবার কখনও সবুজ ঘাসের সঙ্গে মিশে যাওয়ার কারণে, আপনি এই সাপকে খালি চোখে খুব একটা দেখতে পাবেন না। গুগলে সার্চ করে কিংবা ইউটিউবে গিয়ে আপনি এই সাপের ভিডিও দেখতে পাবেন।

    সবথেকে আশ্চর্য্যের বিষয় হল, এই গ্রিন স্নেক (green snake) আবার উড়তেও পারে। ভালো করে লক্ষ্য করলে দেখবেন এক গাছ থেকে অন্য গাছে উড়ে যাবার সময় এই সাপেদের শরীরের প্রায় ৮০-৯০ শতাংশ অংশ বাতাসে ভাসমান অবস্থায় থাকে। এক গাছ থেকে অন্যগাছে যাওয়ার সময় শরীরকে এমনভাবে মোচড় যেয়, যাতে করে শরীর উপরে-নিচে করার আকারে আসে এবং তারা বাতাসে লাফ দিতে সাহায্য করে। এই সাপেদের শরীরের গঠন এমনভাবে তৈরি হয়, যাতে করে নিজেদের শরীরের ভারসাম্য তাঁরা রাখতে সক্ষম হয়। আর এর ফলেই লাফ দিয়ে এক গাছ থেকে অন্য গাছের চূড়ায় যেতে সক্ষম হয়।

    কালো এবং গাঢ় ধূসর রঙের এই সাপ ১০ থেকে ১২ ফুট পর্যন্ত লাফ দিতে পারে। এরা ভীতু এবং লাজুক প্রকৃতির হওয়ায় মানুষ দেখলেই খুব দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যায়। এই সাপের পা না থাকার কারণে পেশি এবং ত্বকের সাহায্যে ঢেউয়ের আকারে সোজা হয়ে হাঁটার সময় শরীরকে সামান্য তুলে নেয়।

    জানা যায়, এই উড়ন্ত সাপের বিষ অনেক কম থাকে। ভারত, চিন, শ্রীলঙ্কা সহ আশপাশের অনেক দেশেই দেখতে পাওয়া এই গ্রিন স্নেক মাছ, ব্যাঙ, পাখি ও বাদুড় খেয়ে থাকে। সাধারণত এরা লাফ দিয়ে গাছের কাণ্ড বা পুরু ডালে বসবাস করে।