Skip to content

লিডিং রোলের অসুস্থতা নাকি, নতুন ধারাবাহিকের প্রেসার! এবার বন্ধ হতে চলেছে স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিক

    img 20220827 150340

    একের পর এক নতুন ধারাবাহিক (serial) জায়গা করে নিচ্ছে টেলিভিশনের পর্দায়। স্টার জলসা (star jalsa) হোক কিংবা জি বাংলা (zee bangla), সর্বত্রই এখন নতুন ধারাবাহিকের ভিড়। কিছুটা নতুন ধারাবাহিকের কারণে আবার কিছুটা টিআরপি রেটিং কমে যাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হচ্ছে একাধিক পুরনো ধারাবাহিক।

    ইতিমধ্যেই স্টার জলসা এবং জি বাংলা থেকে বেশকিছু পুরনো ধারাবাহিক শেষ করে দেওয়া হয়েছে। এরই মধ্যে আবার সম্প্রতি একইদিনে শেষ করা হয়েছে স্টার জলসার দুই জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’ এবং ‘মন ফাগুন’। বহুদিন আগেই ধারাবাহিক ‘খড়কুটো’র সময় বদল করে দুপুরে নিয়ে যাওয়া হয়েছিল আর তারপর থেকেই টিআরপি রেটিং-র একেবারে তলানিতে এসে ঠেকেছিল এই ধারাবাহিক। তবে শেষের কিছুদিন দর্শকমহলে জনপ্রিয়তা পেলেও, শেষ করে দেওয়া হয় ধারাবাহিক ‘মন ফাগুন’।

    img 20220827 145736

    তবে এবার কানাঘুষ শোনা যাচ্ছে খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে স্টার জলসার আরও এক জনপ্রিয় ধারবাহিক ‘আয় তবে সহচরী’ (Aay Tobe Sohochori)। প্রায় এক বছর আগে অসম বয়সী দুই নারীর বন্ধুত্বের গল্প নিয়ে স্টার জলসার পর্দায় শুরু হয়েছিল এক ভিন্ন স্বাদের গল্প ‘আয় তবে সহচরী’। কিন্তু কিছুদিন হল ধারাবাহিকের প্রধান চরিত্র সই অর্থাৎ কনীনিকাকে দেখা যাচ্ছে না ধারাবাহিকে। সদ্যই চেন্নাইতে গিয়ে মেরুদণ্ডের অস্ত্রোপচার করিয়ে ফিরে এলেও, এখনও পুরোপুরি সুস্থ নন অভিনেত্রী। যদিও এর মধ্যে একপ্রকার বাধ্য হয়েই একদিনের জন্য ‘প্রজাপতি’ ছবির শুটিং করেছিলেন। কিন্তু ধারাবাহিকের শ্যুটিং-র জন্য এখনও তাঁর কিছুটা সময় লাগবে।

    img 20220827 145809

    অন্যদিকে ধারাবাহিক ‘এক্কা দোক্কা’র জন্য নিজের জায়গাও ছেড়ে সময় বদল করা হয়েছে ধারবাহিক ‘আয় তবে সহচরী’র। তবে চ্যানেল কর্তৃপক্ষ এবার মুখ্য চরিত্রকে ছাড়া এভাবে আর ধারাবাহিক এগিয়ে নিয়ে যেতে চাইছে না বলেও গুঞ্জন উঠেছে টেলিপাড়ায়। তবে এবিষয়ে কনীনিকা (Koneenica Banerjee) জানিয়েছেন, ‘সংস্থার তরফে যোগাযোগ না করলেও, চ্যানেল আমার সঙ্গে যোগাযোগ করেছিল। তবে আমি জানিয়েছি, আপনারা রাজি থাকলে আমি এই অবস্থাতেও শ্যুটিং করতে পারব’।