বাড়ির আশেপাশে আমরা বিভিন্ন ধরনের গাছপালা লাগিয়ে থাকি। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এমন কিছু গাছ আছে যেগুলি আমাদের জীবনের উপর নেতিবাচক প্রভাব ফেলে। আবার এমন কিছু গাছ আছে যেগুলো বাস্তুদোষ দূর করে। এই গাছগুলি বাস্তুতে থাকলে অর্থ সমৃদ্ধি লাভ হয়। আসুন জানি কোন কোন গাছ বাড়ির আশেপাশে থাকলে আমাদের জীবনের ইতিবাচক প্রভাব ফেলে।
1. তুলসী গাছ
ভেষজ গাছ ‘তুলসী’ থাকা ইতিবাচক দিক বলে মনে করা হয় যুগ যুগ ধরে। বাড়ির মধ্যে তুলসী গাছ থাকা মানে শুভ লক্ষণ ও বাস্তুদোষ দূর করে। এই ভেষজ গাছ আমাদের জীবনে অনেক উপকারে আসে তো বটেই সাথে সাথে ধন-সম্পদ সমৃদ্ধি পায়।
2. আমলকি গাছ
আমলকি গাছকে লক্ষীনারায়নী গাছ বলা হয়ে থাকে। এই গাছ সাধারণত বাড়ির উত্তর, উত্তর-পূর্ব বা পূর্ব দিকে লাগানো হয়ে থাকে। বাড়ির মধ্যে আমলকি গাছ অর্থ ও সমৃদ্ধির একটি লক্ষণ।
3. জুঁই গাছ
বাস্তু শাস্ত্র অনুসারে এই গাছকে শুভ বলে মনে করা হয়। এটা বিশ্বাসসী, যে বাড়িতে জুঁই গাছ থাকে সেই বাড়িতে লক্ষ্মী বাস করেন।
4. শমী গাছ
শনিদেবের প্রিয় গাছ হলো শমী গাছ। বাস্তুশাস্ত্র অনুসারে, এই গাছের নিচে প্রতিদিন সর্ষের তেলের প্রদীপ জ্বাললে শনি দেবের আশীর্বাদ মেলে।
5. বেল গাছ
বেল গাছে লক্ষী দেবের বাস বলে মনে করা হয়ে থাকে। বেল গাছের প্রভাবে বাস্তুদোষ দূর হয় ও অর্থ লাভ পায়। এই গাছ বাড়ির উত্তর-পশ্চিম দিকে লাগানো হয়ে থাকে।
6. জবা গাছ
জলে জবা ফুল রেখে সূর্যকে নিবেদন করা স্বাস্থ্যের পক্ষে ভালো। সাধারণত বাস্তুর দক্ষিণ দিকে জবা গাছ লাগাতে হয়।
7. কলা গাছ
বাড়ির পাশে কলা গাছ লাগানো বাস্তু শাস্ত্রে শুভ দিক। কলা গাছ লাগালে বাড়ির উত্তর-পূর্ব কোনে লাগাতে হবে। এই গাছের প্রভাবে ভগবানের বিষ্ণুর প্রসন্ন হয় ও অর্থ সমৃদ্ধি লাভ হয়।