Skip to content

বিশ্ব সেরা ‘শিশু সুন্দরীর’ তকমা পেয়েছে এই খুদে মেয়েটি, তার নীল চোখ ও মিষ্টি হাসির কাছে হার মানবে ঐশ্বরিয়াও

    img 20230429 094744

    সাধারণত ঈশ্বর বা ভগবানের দূত বলা হয়ে থাকে শিশুদের। বাচ্চা বা শিশুরা এতটাই দুষ্টু মিষ্টি হয় যে প্রত্যেকেই তাদেরকে আদর করতে ভালবাসতে মন চায়। আজকের প্রতিবেদনে যে শিশুকে নিয়ে আলোচনা তার নাম “অনাহিতা হাসেমজাদেহ” (Anahita Hashemzadeh)। জন্ম ১০ই জানুয়ারী, ২০১৫ সালে। সে একজন শিশু শিল্পী, একজন মডেল এবং একজন সামাজিক মিডিয়া ব্যক্তিত্ব।

    img 20230429 094823

    img 20230429 105206

    anahita cutest baby compressed

    তিনি বিশ্বের সবচেয়ে সুন্দর শিশু হিসাবে পরিচিত। তার নামটা সবার কাছে পরিচিত না হলেও, তার চেহারা, চোখ, মিষ্টি হাসি সবার চেনা। তার মিষ্টি হাসি ও সৌন্দর্যের প্রশংসা ছেয়ে আছে গোটা বিশ্ব জুড়ে। মাত্র ৬ বছর বয়সে এই শিশু কন্যার সারা বিশ্বে কোটি কোটি ভক্ত রয়েছে। তার বাবার নাম ‘আলী হাসেমজাদেহ’ এবং মায়ের নাম ‘মরিয়ম হাশেমজাদেহ’। তার এক বোন ও এক ভাই আছে।

    তারা ইরানে’র ‘ইসফাহানে’ বসবাস করে। অনাহিতা জানিয়েছেন যে, তার বাবা-মা তার ক্যারিয়ারকে খুব সমর্থন করেন এবং খেয়াল রাখেন। তার পড়াশোনার কথা বলতে গেলে, যেহেতু সে খুব অল্প বয়সী মডেল এবং এখনও সে স্কুলে পড়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। তাই এই শিশু মডেল বাড়ি থেকেই স্কুলের পড়াশোনা করেন।

    img 20230429 105147

     

    img 20230429 095512

    ইনস্টাগ্রামে অনাহিতার ১ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। তিনি সর্বাধিক অনুসরণযোগ্য সেলিব্রিটিদের একজন। এই শিশু মডেল ইতিমধ্যে অনেকগুলি বিজ্ঞাপন প্রচারে কাজ করার পাশাপাশি অনেক নামী ব্র্যান্ডের বেশ কয়েকটি পেশাদার ফটোশুটে উপস্থিত হয়েছেন।

     

    img 20230429 110007

    ২০২০ সালের হিসাবে এই মডেলের মোট মূল্য হল ৫,০০,০০০ ইউএস ডলার। তার আয়ের প্রাথমিক উৎস হল ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, যার জন্য সে যথাযথভাবে অর্থ পেয়ে থাকে। ২০২০ সালের মার্চ মাসে একটি মিথ্যা গুজব রোটিয়ে ছিল যে, অনাহিতা কারোনা আক্রান্ত! তবে পরবর্তীতে তার মা বিষয়টি জানিয়েছেন যে, এটা পুরো মিথ্যা কথা ছিল। তাদের সন্তান ভালো এবং সুস্থ আছেন।

    Discover more from Entertainment News in Bengali, Latest Tollywood and Bollywood news in Bangla

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading