Skip to content

মায়ের কোলে বসে থাকা এই ছোট শিশুটি আজকের দিনে ঐশ্বর্য-সুস্মিতার হিরো, জানুন সে কে

  img 20220822 144508

  মাঝে মধ্যেই স্যোশাল মিডিয়ায় নানারকম ছবি ভাইরাল হয়। আর তার মধ্যে যদি কোন ছবি সেলিব্রিটিদের সঙ্গে জড়িত হয়, তাহলে তা ভাইরাল হতে বেশি সময় লাগে না। আর যদি সেটা কোন সেলিব্রিটির ছোটবেলার ছবি হয়, তাহলে সেই শিশুটি বাস্তবের কোন বিখ্যাত ব্যক্তিত্ব হয়েছে, তা জানার কৌতূহল বেড়ে যায় সকলের।

  সম্প্রতি স্যোশাল মিডিয়ায় সেরকমই একটি সাদা কালো ছবি ব্যাপকহারে ভাইরাল হয়েছে। ছবিতে মায়ের সঙ্গে তাঁর ছেলের বসে থাকার একটি ব্যাপকহারে ভাইরাল হয়েছে। আর এই ছবি দেখে, মায়ের কোলে বসে থাকা এই ছোট্ট ছেলেটি কে, তা জানার জন্য কৌতূহল বেড়ে গিয়েছে নেটিজনদের মধ্যে।

  জানিয়ে রাখি, ছবিতে মায়ের কোল বসে থাকা ছোট্ট ছেলেটি হলেন চন্দ্রচূড় সিং (Chandrachur Singh), যিনি কিনা নিজের অসাধারণ অভিনয় দিয়ে মানুষের মনে একটা বিরাট জায়গা করে নিয়েছেন। বলিউড জগতে বিশেষ কোন স্থান অর্জন করতে না পারলেও, প্রতিটি দর্শকের হৃদয়ে রয়েছেন তিনি।

  সম্প্রতি সুস্মিতা সেনের সঙ্গে জনপ্রিয় ওয়েব সিরিজ আর্যাতে দেখা গিয়েছে অভিনেতা চন্দ্রচূড় সিংকে (Chandrachur Singh)। এই ওয়েব সিরিজে সুস্মিতা সেনের স্বামীর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। একটা সময়ে এই অভিনেতার অনেক মহিলা ফ্যান ফলোয়ার ছিল।

  বর্তমান সময়ে এই অভিনেতার ছোটবেলার একটি ছবি ভাইরাল হওয়ায়, আবারও সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। মায়ের কোলে বসা তাঁর এই সাদা কালো ছবিটি তিনি নিজেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করেছিলেন। মায়ের কোলে তাঁকে হাসতে দেখে, তাঁর ভক্তরাও অনেক ভালোবাসা জানিয়েছেন তাঁকে।

  জানিয়ে রাখি, বেশ কিছু ভালো ভালো ছবি উপহার দিয়েছেন অভিনেতা চন্দ্রচূড় সিং (Chandrachur Singh)। ঐশ্বর্য থেকে সুস্মিতা সেন, একাধিক অভিনেত্রীর বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। দ্য ফায়ার, ম্যাচবক্স, কেয়া কেহনা, জোশ, আমনি আথানি খারখা রূপাইয়া-র মত ছবিতে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে।