বিনোদন দুনিয়া আর বাস্তব দুনিয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমরা টিভির পর্দায় যা দেখি, বাস্তবে তাঁর সঙ্গে খুব একটা মিল থাকে না। পছন্দের জুটিকে টিভির পর্দায় দেখে যেমন দর্শকদের তাঁদের প্রতি ভালোবাসা প্রকাশিত হয়, ঠিক তেমনই যদি তারা বাস্তব জীবনেও দম্পতি হন, তাহলে তাঁদের প্রতি দর্শকদের ভালবাসা অনেকখানি বেড়ে যায়।
দেখে নিন এমন কিছু দম্পতি, যাদের টিভির পর্দায় দেখা যায়। লাইমলাইটে যাদের খুব বেশি দেখা না গেলেও, তাঁদের বেশকিছু সিনেমা বা সিরিয়ালে একসঙ্গে অভিনয় করতে দেখা গেছে।
আর. বাল্কি এবং গৌরী শিন্ডে- বলিউডের বিখ্যাত পরিচালক দম্পতি হলেন বিখ্যাত পরিচালক আর. বাল্কি এবং গৌরী শিন্ডে। এই দম্পতি একাধিক জনপ্রিয় সিনেমা পরিচালনাও করেছেন।
অশ্বিনী কালসেকর এবং মুরলি শর্মা- অল দ্য বেস্ট, সিংহম রিটার্নস, আন্ধাধুন এবং লক্ষ্মীর মতো বিভিন্ন ছবিতে দুর্দান্ত অভিনয় করতে দেখা গিয়েছে অশ্বিনী কালসেকরকে। অন্যদিকে ৬০ টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন মুরলি শর্মা। বাস্তব জীবনে এনারা সংসারও পেতেছেন।
রসিকা দুগ্গাল এবং মুকুল চাড্ডা- বিখ্যাত ওয়েব সিরিজ মির্জাপুর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন রসিকা দুগাল। পাশাপাশি সত্যাগ্রহ, এক তু, ফ্রিজে অভিনয় করতে দেখা গিয়েছিল মুকুল চাড্ডা। বাস্তব জীবনে এনারা ঘর বেঁধেছেন।
কে কে মেনন এবং নিবেদিতা ভট্টাচার্য- একজন ভারতীয় চলচ্চিত্র, মঞ্চ এবং টেলিভিশন অভিনেতা হলেন কে কে মেনন। হিন্দি, গুজরাটি, তামিল, মারাঠি এবং তেলুগু সিনেমায় দেখা গিয়েছে এই অভিনেতাকে। অভিনেত্রী নিবেদিত ভট্টাচার্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ রয়েছেন এই অভিনেতা। এই সেলিব্রেটি দম্পতিকে সাত ফেরে এবং খাট্টা মিঠার মতো সুপারহিট সিরিয়ালে একসঙ্গে অভিনয় করতে দেখা গেছে।