ডিস্কো ড্যান্সারের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বাংলা হোক কিংবা হিন্দি সব চলচ্চিত্রেই তাঁকে সমানভাবে অভিনয় করতে দেখা যায়। সেইসঙ্গে রয়েছে তাঁর লক্ষ লক্ষ ভক্তগণও।
তবে এই কেরিয়ার জীবনে একাধিক অভিনেত্রীদের সঙ্গে নাম জড়িয়েছে মিঠুন চক্রবর্তীর। সেইসময়কার এক জনপ্রিয় অভিনেত্রী ছিলেন শ্রীদেবী (Sreedevi)। জানা যায়, তাঁরা দুজন দুজনকে খুবই ভালোবাসতেন। গুঞ্জন রয়েছে, এমনকি তাঁরা নাকি গোপনে লুকিয়ে বিয়েও করেছেন। তবে এসবের মধ্যে যোগিতা বালিকে (Yogita Bali) বিয়ে করে নেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।
এখানেই শেষ নয়, অভিনয় জীবনে জড়িয়ে পড়ার পর থেকে একাধিক নামের মধ্যে একটি নাম হল হেলেনা লিউক। ৮০-৯০ এর দশক থেকে বিটাউনের সঙ্গে যুক্ত এই মহিলা তথাকথিত অভিনেত্রী না হলেও তিনি ছিলেন ফ্যাশন দুনিয়ার সুন্দরী। আচমকাই তাঁর সঙ্গে আলাপ হয় মহাগুরু এবং সেই সম্পর্ক বিয়ের দিকে এগোয় এবং তাঁরা বিবাহ বন্ধনে আবব্ধ হন।
বিয়ের প্রথমটা ভালো কাটলেও, ৪ মাসের মধ্যেই যোগিতা বালিকে নিয়ে তাঁদের মধ্যে অশান্তি শুরু হয়। শোনা যায়, এই সময় যোগিতা বালির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ায়, প্রথম বিয়ে ভেঙ্গে যায় মিঠুন চক্রবর্তীর। সম্পর্ক থেকে বেরিয়ে আবার বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন হেলেনা। তবে সেখানে তাঁকে বেশিদিন দেখা যায়নি। বর্তমানে নিউইয়র্কে বিমান সেবিকার কাজ করছেন তিনি।
এরপর প্রথম বিয়ে বিচ্ছেদের পর যোগিতা বালির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তবে এর মধ্যে আবার শ্রীদেবীর আগমনের কারণে তাঁদের সম্পর্ক তলানিতে ঠেকায়, যোগিতা বালি নাকি আত্মহত্যাও করতে চেয়েছিলেন বলে জানা যায়।