বলিউড (Bollywood) তারকাদের জীবনী নিয়ে আমরা বরাবরই কৌতুহলী। বলি তারকারা তাদের পেশাগত জীবনের জন্য খবরের শিরোনামে প্রায়ই এসে থাকেন, কিন্তু এমন কিছু বলিউড অভিনেত্রী যারা তাদের ব্যক্তিগত কারণের জন্য আজকের প্রতিবেদনে। আপনি জানলে অবাক হবেন, বলিউডে এমন কিছু অভিনেত্রী আছে যারা অভিনয় দ্বারা মানুষের মন জয় করলেও পড়াশোনার দিক দিয়ে একেবারে গোল্লা। তাদের মধ্যে কেউ দ্বাদশ শ্রেণী পাস তো কেউ আবার পঞ্চম শ্রেণীতেই পড়াশোনা ইতি জানিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক কোন কোন তারকারা এমন নজির গড়েছেন?
1. কঙ্গনা রানাউত.
এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি অভিনয় জগতে তার অভিনীত 4 টি ছবির জন্য জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। আবার কিছু দিন আগেই পদ্মশ্রী সম্মানে সজ্জিত হন কঙ্গনা। তবে তিনি অভিনয়ের দিক দিয়ে অনেক এগিয়ে থাকলেও পড়াশোনার দিক দিয়ে অনেক পিছনে। তিনি দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাগত অর্জন করে মুম্বাই এসে মডেল হিসেবে ক্যারিয়ার গড়তে শুরু করেন এবং ধীরে ধীরে বলিউড জগতে পা রাখেন।
2. কাজল.
এক সময়ের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন কাজল। তিনি সেই সময় শাহরুখ থেকে শুরু করে অজয় প্রত্যেকের সাথে অভিনয় করে অনেক সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। জানা যায়, এই অভিনেত্রী নাকি হাইস্কুলে পড়া চলাকালীন অভিনয়ে কাজ পান। তিনি হাইস্কুল কমপ্লিট না করেই অভিনয় জগতে খ্যাতি অর্জন করার সুযোগ পায়।
3. আলিয়া ভাট.
বর্তমান বলিউডের বিখ্যাত অভিনেত্রী হলেন আলিয়া ভাট। অভিনয় ও গ্লামারর্স দিক দিয়ে বিচার করে তাকে প্রথম শ্রেণীর অভিনেত্রী বিবেচিত করা হয়। আপনাকে বলি, তিনি যখন 12 ক্লাসে পড়ছিলেন তখনই তিনি ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ ছবিতে অভিনয়ের সুযোগ পান। তারপর থেকেই তিনি পড়াশোনাকে ইতি জানিয়ে অভিনয় জগৎকে বেছে নিয়েছেন।
4. ক্যাটরিনা কাইফ.
বলিউডে ক্যাটরিনা কাইফের পেশাগত জীবন নিয়ে নতুন করে বলার কিছু না। এই রমণীর বলিউডে জনপ্রিয়তা আকাশছোঁয়া। যদি এই অভিনেত্রীর পড়াশোনার ব্যাপারে বলি তাহলে তার শিক্ষাগত যোগ্যতা নূন্যতম। কারণ তিনি মাত্র 14 বছর বয়সেই মডেল হিসেবে কাজে যুক্ত হন। পরে অভিনয়ে তার ক্যারিয়ার গড়তে গিয়ে আর পড়াশোনা করা হয়ে ওঠেনি।
5. করিশমা কাপুর.
বলিউডে কাপুর পরিবার শতকের পর শতক ধরে একাংশ জুড়ে রয়েছে। বলা যেতে পারে কাপুর পরিবার বলিউডের একটি স্তম্ভ। এই বিখ্যাত কাপুর পরিবারে কন্যা, অর্থাৎ করিনা কাপুরের দিদি হলেন করিশমা কাপুর। জানা যায় করিষ্মর পড়াশোনা একেবারে নূন্যতম, তিনি মাত্র ক্লাস ফাইভ পযন্ত পড়াশোনার পর আর পড়েননি। পরে তিনি অভিনয় জগতে নিজেকে মেলে ধরে।