Skip to content

বলিউডের এই ৬ অভিনেতা একে অপরের মুখ দেখতেও পছন্দ করেন না

    img 20220622 191927

    সম্পর্কের ভাঙন-গড়ন হতেই থাকে। কিন্তু কিছু সম্পর্ক এমন দেখা যায় যা একবার ভেঙে গেলে আর জোড়া নেই না । বলিউড জগতে এমনি কিছু সম্পর্ক যা বিচ্ছিন্ন হওয়ার পর আর তাদের মধ্যে আর ঘনিষ্ঠতা দেখা যায়নি। এই তারকাদের সম্পর্কের অবনতি এতটাই হয়েছে যে তার একে অপরের মুখ দেখতেও পছন্দ করে না। আজকের প্রতিবেদনে আমরা সেই সব তারকাদের পরিচয় করিয়ে দেব যাদের সম্পর্ক ছিন্নবিচ্ছিন্ন হওয়ার পর আর ঘনিষ্ঠতা হয়নি। আসুন জানি কোন কোন বলি অভিনব যাদের সম্পর্ক গড়তেও যতক্ষন আর ভাঙতেও ততক্ষণ।

    img 20220623 084257

    1. সালমান খান ও বিবেক ওবেরয়
    সালমান খান ও বিবেক ওবেরয়ের মধ্যে সম্পর্কের দূরত্ব অনেকখানি। আসলে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে তাদের সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয়। তাদের মধ্যে লড়াই সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত ছিল। তাদের মধ্যে এই বিচ্ছিন্ন সম্পর্ক আর জোড়া লাগেনি এমনকি একে অপরের মুখ দেখতেও পছন্দ করে না।

    2. করণ জোহর ও কঙ্গনা রানাউত
    চলচ্চিত্র নির্মাতা করণ জোহর ও কঙ্গনা রানাউত যারা তাদের অকপট উত্তরের জন্য বেশ বিখ্যাত। লড়াকু অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে অনেকবার করণ জোহরের সাথে বলিউড কিডস নিয়ে কথা বলতে দেখা গেছে। যেখানে তাদের মন্তব্য সম্পর্ক তিক্ত হয়েছে।

    img 20220623 084312

    3. শহীদ কাপুর ও কারিনা কাপুর
    একসময় শহীদ কাপুর ও কারিনা কাপুর একসঙ্গে অনেক চলচ্চিত্রে কাজ করেছে। তারা একসময় প্রেমে যুগল বন্দিও হয়েছিল এবং তাদের সম্পর্ক সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত ছিল। কিন্তু তাদের সম্পর্ক বিচ্ছেদের পর একে অপরের সাথে কথা বলেনি।

    4. গোবিন্দা ও ডেভিড ধাওয়ান
    চলচ্চিত্র জগতের বিখ্যাত অভিনেতা গোবিন্দ যা তার অসাধারণ অভিনয়ের জন্য বিখ্যাত। এদিকে চলচ্চিত্র পরিচালক ডেভিড ধাওয়ান ও গোবিন্দর মধ্যে সম্পর্ক ছিল বেশ ঘনিষ্ঠ। কিন্তু একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে সম্পর্কের বিচ্ছেদ হয় যা আজও সেই সম্পর্ক জোড়া লাগেনি।

    img 20220623 084326

    5. তাপসী পান্নু ও কঙ্গনা রানাউত
    অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত যাকে হিন্দি চলচ্চিত্র রানী বলা হয়ে থাকে। এদিকে ‘মিশন মঙ্গল’ চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয় হওয়া অভিনেত্রী তাপসী পন্নু ও কঙ্গনার মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়।

    6. সালমান খান ও অরিজিৎ সিং
    এদিকে, বলিউড স্টার সালমান খান ও মিউজিক স্টার অরিজিত সিং-এর মধ্যেও সম্পর্ক খুব একটা ভালো নয়। আসলে সালমান খান একটি চলচ্চিত্র থেকে এই গায়কের গান সরিয়ে দিয়েছিলেন। এরপর থেকেই তাদের সম্পর্কের ফাটল দেখা যায়, যা আর জোড়া লাগেনি।