বিটাউনের অন্যতম একজন সুপারস্টার হলেন বলি অভিনেতা সলমন খান (salman khan)। অন্যদিকে ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) বলিউডের একজন খ্যাতনাম অভিনেত্রী। একটা সময় ছিল যখন সলমন খান এবং ঐশ্বর্য রাই বচ্চন জুটি বেঁধে দর্শকদের দিয়েছেন একের পর এক দুর্দান্ত ছবি উপহার। তাঁদের কেরিয়ারে ‘হাম দিল দে চুকে সনম’ অন্যতম সুপারহিট একটি ছবি। জানা যায়, এই সময় থেকেই তাঁদের মধ্যে প্রেমের সূত্রপাত হয়, কিন্তু তা স্থায়ী হয় না।
সম্প্রতি স্যোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন সলমন খান (salman khna)। যেখানে দেখা গিয়েছে, একটি ছোট্ট মেয়ের জন্মদিন পালন করা হচ্ছে, ছবিতে বাচ্চা মেয়েটির পাশে বসে থাকতে দেখা গিয়েছে সলমন খানকে এবং উল্টোদিকেও একজনকে বসে থাকতে দেখা যাচ্ছে, যাকে বাচ্চা মেয়েটি কেক খাইয়ে দিচ্ছে। সেইসঙ্গে ক্যাপশনে সলমন লেখেন, ‘ঠিক তেমনই, এই সুন্দরী ছোট্ট শারমিনকে রূপালি পর্দায় তার প্রথম চলচ্চিত্র মালালের প্রস্ফুটিত দেখার সময় এসেছে। আপনার সমস্ত ভাগ্য এবং ভালবাসা নিয়ে আসুক এই নতুন যাত্রা’।
Just like that, it's time now to see this beautiful little Sharmin bloom on the silver screen in her debut film, Malaal. May this new journey bring you all luck and lovehttps://t.co/NMy5nsJFT6 @sharminsegal #MalaalTrailer @bhansali_produc @TSeries pic.twitter.com/19UMiR0EzU
— Salman Khan (@BeingSalmanKhan) May 18, 2019
আরও একটি বিষয় জানিয়ে রাখি, জানা গিয়েছে এই ছবিটিতে ঐশ্বর্য রাই বচ্চনও (Aishwarya Rai Bachchan) ছিলেন। কিন্তু ছবিটি বর্তমান সময়ে শেয়ার করার সময় সেখান থেকে ‘মিস ওয়ার্ল্ড’কে বাদ দিয়েই ছবিটি শেয়ার করেছেন সলমন খান (salman khan)। তব ছবিতে থাকা এই বাচ্চা মেয়েটি কিন্তু বর্তমানে অনেক বড় হয়ে গিয়েছেন। চিনতে পারছেন সে কে?
ছবিতে থাকা বাচ্চা মেয়েটি বর্তমানে বলিউডের এজন খ্যাতনামা অভিনেত্রী। ২০১৯ সালে ‘মালাল’ ছবির মধ্য দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি। এই মেয়েটি হলেন শারমিন সেগাল (Sharmin Segal), যিনি বলিউডের সুপরিচিত পরিচালক সঞ্জয় লীলা বনসালির ভাগ্নি। আর এই ভাইরাল হওয়া ছবিতে, মামা সঞ্জয় লীলা বনসালিকেই কেক খাওয়াচ্ছিলেন ছোট্ট শারমিন সেগাল (Sharmin Segal)।
তবে এই ছবিটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে একটি প্রশ্নও ঘুরপাক খাচ্ছে স্যোশাল মিডিয়ায়। একজন নেটিজন মন্তব্য করে লিখেছেন, ‘ছবি থেকে কেন ক্রপ করা হল ঐশ্বর্যকে?’।