বলিউড ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ সময়ই পারিবারিক ধারা দেখা যায়। কোন এক অভিনেতা কিংবা অভিনেত্রী জীবনে সফল হওয়ার পর, তাঁর ভাই কিংবা বোনের আর বেশি কষ্ট করতে হয় না ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার জন্য। ভাই কিংবা বোনের হাত ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলে এলেও, অনেক সময় দেখা গেছে খারাপ অভিনয়ের জন্য নিজেদের জায়গা ধরে রাখতে পারেননি অনেকেই।
শামিতা শেট্টি (Shamita Shetty)- ‘মহব্বতে’ ছবি দিয়ে অভিনয় জগতে প্রবেশ করার পর ‘জহর’ ছবিতে তাঁকে দেখা গেলেও পরবর্তীতে অভিনয় জগতে ফ্লপ হন বলি অভিনেত্রী শিল্পা শেট্টির বোন শমিতা শেট্টি।
ফয়জল খান (Faisal Khan)- বলি অভিনেতা আমির খানের ভাই হলেন ফয়জল খান। ‘মেলা’ সিনেমাতে দুই ভাইকে একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর ‘মদহোশ’ ছবিতে ফয়জল খান অভিনয় করলেও, পরবর্তীতে নিজের জায়গা আর ধরে রাখতে পারেননি তিনি।
সোহা আলি খান (Soha Ali Khan)- ‘রং দে বসন্তী’ ছবিতে কাজ করার পর কিছুটা সুনাম অর্জন করলেও, বর্তমানে কুণাল খেমুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবন কাটাচ্ছেন।
সোহেল খান (Sohail Khan)- ‘ম্যানে দিল তুঝকো দিয়া’ সিনেমায় দেখা গিয়েছিল সলমন খানের ভাই সোহেল খানকে। এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পরার পর অভিনয় ছেড়ে পরিচালনা এবং প্রযোজনার দিকে মন দেন সোহেল খান।
সঞ্জয় কাপুর (Sanjay Kapoor)- অনিল কাপুরের দাদা সঞ্জয় কাপুরকে ‘সির্ফ তুম’ এবং ‘রাজা’ ছবিতে দেখা গেলেও, পরবর্তীতে অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে নেন।