সম্প্রতি চলচ্চিত্র জগতে বলিউড সিনেমা গুলোকে একাধিক বার মুখ থুবড়ে পড়তে দেখা যাচ্ছে। দুই একটা চলচ্চিত্র বাদ দিলে বেশির ভাগ ছবিই ফ্লপের তালিকায়। চলতি বছরে রীতিমতো বেশ কয়েকটি ছবি ফ্লপ হয়েছে এই বিখ্যাত সুপারস্টাদের। এই প্রতিবেদন, সেই বিখ্যাত সুপারস্টারদের ফ্লপ ছবিগুলো সম্পর্কে।
শাহিদ কাপুর (জার্সি)
দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত ছবির হিন্দি সংস্করণ জার্সি। শাহিদ কাপুর ও তার ছবি জার্সি নিয়ে জনগণের মধ্যে ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু আশানুরূপ ফল করতে পারেনি, ছবিটি এক প্রকার ফ্লপ হিসেবেই প্রমাণিত হয়েছে।
অজয় দেবগন (রানওয়ে)
অজয় দেবগন অভিনীত রানওয়ে ছবিটি ফ্লপের তালিকায় রয়েছে। ছবিটির বাজেট অনুযায়ী তেমন ব্যবসা করতে পারেনি বক্স অফিসে। খবর অনুযায়ী, ছবিটির মোট আয় মাত্র ৪৭.৬৫ কোটি টাকা।
অক্ষয় কুমার (বচ্চন পান্ডে)
অক্ষয় কুমার অভিনীত সদ্য মুক্তি প্রাপ্ত ছবি বচ্চন পান্ডে দর্শকদের মনোরঞ্জন দিতে ব্যর্থ হয়েছে। ছবিটি বক্স অফিসে মাত্র ৬৮.৬১ টাকা আয় করেছে বলে জানা যায়। এই ছবিটিও রয়েছে ফ্লপের লিস্টে।
টাইগার শ্রফ (হিরোপান্তি 2)
নির্মাতারা টাইগার শ্রফের হিরোপন্তি-২ নিয়ে অনেক আশা রেখেছিলেন। কিন্তু ছবিটি সবাইকে নিরাশ করেছে। হিরোপন্তি-২ বক্স অফিসে মাত্র ৩৫.১৩ কোটি টাকা ব্যবসা করতে সক্ষম হয়েছিল।
কঙ্গনা রানাউত (ধাকড়)
বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত অভিনীত ধাকড় ছবিটি প্রায় ১০০ কোটি টাকা বাজেটে তৈরী। কিন্তু ছবিটি মাত্র ৩.৭৭ কোটি টাকা ব্যবসা করতে পেরেছে। কঙ্গনা ও নির্মাতাদের আশা ব্যর্থ করে এই ছবিটি ফ্লপের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।