সম্প্রতি, টিভি ইন্ডাস্ট্রির সুপরিচিত অভিনেতা, ‘ভাবি জি ঘর পর হ্যায়’ খ্যাত অভিনেতা “দীপেশ ভান” হঠাৎ মারা গেছেন। যদিও এটিই প্রথম নয়, এর আগেও বহুবার হঠাৎ করেই পৃথিবীকে বিদায় জানিয়েছেন টিভি জগতের এই তারকারা। যদিও আমাদের মধ্যে আজও তাদের স্মৃতি বিরাজ করে। প্রিয় তারকাদের পরলোক গমনে শোকস্থ গোটা দুনিয়া ও ভক্তরা। পছন্দের এই তারকাদের অকাল মৃত্যু খুবই বেদনার।
কুমার আজাদ
তারক মেহতা কা উল্টা চশমা-তে ডাক্তার হাতির ভূমিকায় অভিনয় করেছিলেন ‘কুমার আজাদ’। ৯ই জুলাই ২০১৮ সালে ৪৬ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানিয়েছিলেন এই অভিনেতা। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছিলেন। আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছিলো।
সুরেখা সিক্রি
সুরেখা সিক্রি, যিনি বালিকা বধূ সিরিয়াল দাদিসার ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি ১৬ ই জুলাই ২০২১ সালে ৭৫ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানিয়েছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিলো এই অভিনেত্রীর।
প্রত্যুষা ব্যানার্জি
প্রত্যুষা ব্যানার্জী যিনি আনন্দী নামে বিশেষ পরিচিত। তিনি বালিকা বধূ টিভি সিরিয়ালে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। ১লা এপ্রিল ২০১৬ সালে আত্মহত্যা করেছিলেন প্রত্যুষা। ২৪ বছর বয়সী প্রত্যুষার লাশ তার ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিলো। যদিও পুলিশ কোনও সুইসাইড নোট খুঁজে পায়নি।
সিদ্ধার্থ শুক্লা
সিদ্ধার্থ শুক্লা, বালিকা বধূতে আনন্দীর স্বামীর ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি ২০২১ সালের ২রা সেপ্টেম্বর ৪০ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানিয়েছিলেন। খবরে বলা হয়, বিকেল ৩টার দিকে তিনি অসুস্থ বোধ করেন, পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছিলেন।
সুশান্ত সিং রাজপুত
সুশান্ত সিং রাজপুত ড্রাইভ, ছিছোরে এবং কেদারনাথের মতো ছবিতে মুখ্য ভূমিকায় উপস্থিত হয়েছিলেন। মাত্র ৩৪ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানিয়েছিলেন এই সুপারস্টার। চলচ্চিত্রে প্রবেশের আগে, সুশান্ত সিং টেলিভিশনে নিজের জন্য একটি নাম তৈরি করেছিলেন। পবিত্র রিশতায় মানব চরিত্রে অভিনয় করে তিনি তার আসল পরিচয় পেয়েছিলেন। সুশান্ত সিং রাজপুত ১৪ই জুন ২০২০ সালে তার ফ্ল্যাটে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গিয়েছিলো।