Skip to content

শুধু মহেশ বাবু নয় এর আগেও একাধিক দক্ষিণী তারকা রিজেক্ট করেছেন বলিউডের অফার

    সম্প্রতি দক্ষিনের সুপারস্টার ‘মহেশ বাবু’র (Mahesh Babu) বলিউড সম্পর্কে করা বিশেষ এক মন্তব্যে রীতিমতো তোলপাড় গোটা চলচ্চিত্র জগৎ। সোশ্যাল মিডিয়াতেও ভালোই শোরগোল শোনা যাচ্ছে এই মন্তব্যকে ঘিরে। মহেশ বাবু তার নতুন ছবির মুক্তির অনুষ্ঠানে এসে, মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডকে কটাক্ষ করেছেন। তার বক্তব্যে এটা স্পষ্ট যে, তিনি হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি অর্থাৎ বলিউডকে একটা তাচ্ছিল্য করেন বা ছোট ভাবেন।

    এই দক্ষিনী তারকা প্রকাশ্যে ও নির্দ্বিধায় জানালেন, ‘বলিউড তাকে উপযুক্ত পারিশ্রমিক দিয়ে ধরে রাখতে অক্ষম। তাই তিনি বলিউডে সময় নষ্ট করতে চাননা ‘। খবর অনুযায়ী, মহেশ বাবু বেশ কয়েকবার বলিউড ছবিতে কাজ করতে অস্বীকার করেছেন। তবে মহেশ বাবু শুধু একা নন, তার পাশাপাশি দক্ষিণের আরও কয়েকজন তারকা রয়েছেন, যারা অস্বীকার করেছেন বলিউড ছবিতে কাজ করতে।এক নজরে দেখে নেওয়া যাক সেই সেলিব্রিটি অভিনেতা-অভিনেত্রীদের।

    আল্লু অর্জুন (Allu Arjun)

    আলোচনার শুরুতেই রয়েছে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রি ও গোটা দেশের একজন জনপ্রিয় অভিনেতা ‘আল্লু অর্জুন’ (Allu Arjun) এর নাম। পুষ্পা ছবির পর থেকে আল্লু আরো বেশি জনপ্রিয় হয়ে ওঠেন সবার কাছে। খবরে প্রকাশ, ‘বজরঙ্গি ভাইজান’ ছবির প্রস্তাব দেওয়া হয়েছিল আল্লু অর্জুনকে। কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। এছাড়াও বলিউডে আরও প্রস্তাব পেয়েছিলেন আল্লু , তবে তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন।

    নিভিন পৌলি (Nivin Pauly)

    তালিকার পরবর্তী নামটি রয়েছে মালায়লাম বিখ্যাত অভিনেতা ‘নিভিন পৌলি’ (Nivin Pauly) এর। জানা যায়, এই মালায়লাম অভিনেতার ফ্যান ফলোইং রয়েছে গোটা দেশজুড়ে। নিভিন পৌলি’র দুর্দান্ত অভিনয়ের কারণে তাকেও বলিউডে কাজের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। এবং বলিউডে অভিনয় করতে অস্বীকার করেছিলেন।

    অনুষ্কা শেট্টি (Anushka Shetti)

    সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘অনুষ্কা শেট্টি’ (Anushka Shetti)। সূত্রে খবর, ‘সিংহম’ ছবির অভিনয়ের জন্য নির্মাতারা তাকে কাস্ট করেছিলেন। কিন্তু অভিনেত্রী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। এছাড়াও বলিউডের অন্যান্য নির্মাতারাও তাকে ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন, তবে তিনি তা গ্রহণ করেননি।