Skip to content

রশ্মিকা মান্দানা থেকে এই দক্ষিণী অভিনেত্রীদের একটি ছবিতে পারিশ্রমিক দিতে গিয়ে হিমশিম খায় বড় বড় নির্মাতারা

    img 20220615 182314

    সাউথ ফ্লিম ইন্ডাস্ট্রির চলচ্চিত্র বক্স-অফিসে দারুন প্রভাব ফেলছে। এদিকে, দক্ষিণী চলচ্চিত্র গুলো যেমন দর্শকদের কাছে পছন্দের, অন্যদিকে তারকারাও সারা দেশে জনপ্রিয় হয়ে উঠছে। ছবি নির্মাতারা ছবিগুলোকে আকর্ষণীয় করার জন্য পুরো নিখুঁত ভাবে তৈরি করে থাকে। তবে এর জন্য এক একটি ছবির পিছনে মোটা অংকের টাকা খরচ করে থাকে নির্মাতারা। যেখানে তার একাংশ খরচ হয়ে যায় প্রধান ভূমিকায় অভিনয় করা তারকাদের পিছনে। আজকের প্রতিবেদনে আমরা এমনি কিছু দক্ষিণী অভিনেত্রীর কথা বলতে যাচ্ছি যারা এক একটি ছবির জন্য মোটা টাকা ধার্য করে থাকেন। আসুন জানা যাক।

    img 20220615 211643

    1. নয়নতারা:-
    দক্ষিণী ফ্লিম ইন্ডাস্ট্রির নয়নতারা একজন জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনয় ভক্তদের কাছে খুব পছন্দের। বর্তমানে তিনি একটি ছবির জন্য মোটা টাকা ধার্য করে থাকেন। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, তার আসন্ন ছবির জন্য পারিশ্রমিক হিসেবে 10 কোটি টাকার মূল্যায়ন রেখেছে।

    img 20220615 211718

    2. রশ্মিকা মান্দনা:-
    দক্ষিণী ফ্লিম ইন্ডাস্ট্রির আর এক জনপ্রিয় অভিনেত্রী হলেন রশ্মিকা মান্দনা। ‘পুষ্পা’ ছবিতে তার অভিনয় ব্যাপক সাড়া পেয়েছে। খবর অনুযায়ী, রশ্মিকা একটি ছবির জন্য 3 কোটি টাকারও বেশি চার্জ করে থাকে।

    img 20220615 211750

    3. পূজা হেগড়ে:-
    এই তালিকায় আর এক জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে নামও অন্তর্ভুক্ত। তার অভিনয়ের মধ্য দিয়ে ভক্তদের মুগ্ধ করে তোলে। বর্তমানে এই অভিনেত্রী একটি ছবি থেকে 3-5 কোটি টাকা আয় করে থাকেন।

    img 20220615 211812

    4. রাকুল প্রীত সিং:-
    আজকাল অভিনেত্রী রাকুল প্রীত সিং ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাংশ জুড়ে রয়েছেন। তিনি দক্ষিণী ফিল্মের পাশাপাশি বলিউড জগতেও খুব জনপ্রিয়। বর্তমানে তিনি একটি ছবির জন্য 4 কোটি টাকারও বেশি পারিশ্রমিক নেন। খবর অনুযায়ী, অজয় দেবগনের ‘রানওয়ে-34’ ছবিতে তিনি 3.5 কোটি পারিশ্রমিক পেয়েছেন।

    img 20220615 211831

    5. সামান্থা:-
    ওয়েব সিরিজ থেকে চলচ্চিত্রে কাজ করার সুযোগ পেয়ে বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে অভিনেত্রী সামান্থা। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, এই অভিনেত্রী একটি ছবির জন্য 4-5 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।