ভ্রমণ প্রিয় মানুষদের জন্য প্লেনের টিকিট খরচের কথা মাথায় আসলেই দুশ্চিন্তা শুরু হয়ে যায়। অনেক ক্ষেত্রে অনেকেরই ভ্রমণের ইচ্ছেটাও শেষ করে দিতে হয়। তবে যদি এই কৌশল গুলি অবলম্বন করতে পারেন, তাহলে খুব সহজেই এবং অল্প খরচে পেয়ে যেতে পারেন প্লেন বা বিমানের টিকিট। চলুন জেনে নেওয়া যাক এই বিশেষ ছটি পদ্ধতি যা অবলম্বনে খরচ কমতে পারে প্লেন বা বিমানের টিকিটের।
১. প্রথমেই যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে সেটি হল, ভ্রমণে যাওয়ার প্ল্যানিংটা অন্তত তিন মাস আগে থেকেই করতে হবে। যাতে অনেকটা সময় পাওয়া যায় টিকিট বুকিং এর ক্ষেত্রে। বুকিং এর সময়ের ব্যাবধান যত বেশি থাকবে টিকিটের মূল্য ততোই কম হবে। তাই যতদিন আগে টিকিট বুক করা যায় ততই ভালো।
২. ছাত্র জীবনের ক্ষেত্রে প্লেন বা বিমানের টিকিটের ভালো পার্সেন্ট ছাড় দেওয়া হয়ে থাকে। ছাত্রদের ক্ষেত্রে অবশ্যই বিষয়টি ভালো করে জেনে সঠিক ওয়েবসাইট দিয়ে টিকিট কাটতে পারলে খরচ অনেকটাই কম হবে।
৩. এই বিষয়টি বিশেষ লক্ষণীয় যে, কোন ছুটির দিন বা মরশুম এড়িয়ে, সাধারণ দিন গুলিতে যদি ভ্রমণের প্ল্যানিং করা যায়, সে ক্ষেত্রে টিকিটের মূল্য অনেকটাই বাজেটের মধ্যে থাকে।
৪. ফ্লাইটের ক্ষেত্রে সরাসরি গন্তব্যস্থলের টিকিট না কেটে, ভায়া হয়ে টিকিট কাঁটা হয় তবে, সময়টা হয়তো একটু বেশি লাগলেও টিকিটের খরচটা তুলনামূলক অনেকটাই কম হবে।
৫. টিকিট কাটার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে নির্দিষ্ট একটা ওয়েবসাইট থেকে নয়, বেশ কয়েকটি ওয়েবসাইট থেকে যাচাই করে তারপর টিকিট বুকিং করা উচিত। কারণ বিভিন্ন কোম্পানির টিকিটের মূল্য ভিন্ন বা আলাদা হয়ে থাকে। সময়ের ব্যবধানে মূল্য উঠানামা করে।