Skip to content

২০২২-এ বলিউডের নাক কান কেটে দিয়েছে এই ছবিগুলো, বড় ক্ষতির মুখে ডিস্ট্রিবিউটারা

    img 20220729 162739

    সম্প্রতি বলিউডের (Bollywood) সিনেমাগুলি বক্স অফিসে খুব বেশি আয় করতে পারছে না। কয়েকটি ছবি ছাড়া এই বছরের বলিউডের বেশির ভাগ সিনেমা খারাপভাবে ফ্লপ হয়েছে। এই সব ছবির কিছুদিন পর বক্স অফিস কালেকশনও আসা বন্ধ হয়ে যায়। এই তালিকায় নতুন নাম ‘রণবীর কাপুরে’র ছবি ‘শামশেরা’র। মুক্তির তৃতীয় দিনের পর এই ছবির কোনো বক্স অফিস কালেকশন আসেনি। আমরা যদি এই ছবির বাজেটের কথা বলি, তাহলে এই সিনেমাটির জন্য নির্মাতারা খরচ করেছিলেন প্রায় ১৫০ কোটি টাকা। চলুন দেখে নেওয়া যাক এই তালিকায় আরও কোন কোন সিনেমা রয়েছে।

    img 20220729 170807

    ধাকাদ (Dhaakad)

    বলিউড কুইন “কঙ্গনা রানাওয়াত” (Kangana Ranawat) এর ‘ধাকাদ’ ছবির বাজেট ছিল প্রায় ৮৫ কোটি টাকা। রিপোর্ট অনুযায়ী,কিন্তু ছবিটি আয় করতে পারে মাত্র ২.৯৪ কোটি টাকা। এবং কিছুদিন পর এই ছবির বক্স অফিস কালেকশন আসা একেবারেই বন্ধ হয়ে যায় ।

    জানহিত মে জারি (Janhit Mein Jaari)

    ‘বিজয় রাজ’ (Bijoy Raj) ও ‘নুসরাত ভরুচার'(Nusrat bharuchar)’জানহিত মে জারি ‘এই ছবিটিও তেমন চমক দেখাতে পারেনি। ছবিটি মাত্র ৪.১১ কোটি টাকা আয় করেছিল। পরবর্তীতে এই ছবির বক্স অফিস কালেকশনও এসেছে মাত্র কয়েকদিন।

    রাষ্ট্র কবচ ওম (Om)

    img 20220729 171033

    আদিত্য রয় কাপুর, সঞ্জনা সাঙ্ঘি, জ্যাকি শ্রফ, প্রকাশ রাজ এবং আশুতোষ রানার ছবি ‘ওম’ (OM) কখন মুক্তি পেয়েছে এবং কখন বন্ধ হয়ে গেছে তা কেউ জানতে পারেনি। জানা যায়,ছবিটি আয় করেছিল প্রায় ৬.৫১ কোটি টাকা। মাত্র কয়েক দিনের মধ্যেই এই ছবির বক্স অফিস কালেকশন বন্ধ হয়ে যায়।

    জার্সি (jersey)

    শাহিদ কাপুরের ‘জার্সি’ মুভি বলিউডের একটি সুপার ফ্লপ ছবি হিসাবে প্রমাণিত হয়েছে। প্রায় ১০০ কোটির বাজেটে নির্মিত ছবিটি মাত্র ১৮ কোটি আয় করেছে। এই ছবির বক্স অফিস কালেকশনও তেমন আসেনি।

    জয়েশভাই জোরদার (Jayeshbhai Jordaar)

    img 20220729 171239

    রণবীর সিংয়ের ছবি ‘জয়েশভাই জোর্দার’ ছবি নিয়ে ও অনেক আলোচনা হয়েছিল। কিন্তু এই ছবিটিও তেমন আয় করতে পারেনি। ছবিটি মাত্র ১৪.৯৫ কোটি টাকা আয় করেছিল। বহু দিন এই ছবি বক্স অফিস রিপোর্টও প্রকাশ করা হয়নি।

    নিকাম্মা (Nikamma)

    এই তালিকায় রয়েছে ‘নিকাম্মা’ চলচ্চিত্রও। ছবিটি আয় করেছে মাত্র ১.৭৭ কোটি টাকা । খুব অল্প কয়েকদিন এই ছবির বক্স অফিস রিপোর্ট প্রকাশিত হয়েছিল বলে জানা গেছে।

    img 20220729 171437

    শমশেরা (Shamshera)

    তালিকার শেষে রয়েছেন,”রণবীর কাপুরের” ছবি ‘শামশেরা’। মাত্র তিন দিনে এই ছবির বক্স অফিস কালেকশন বেরিয়েছে প্রায় ৩৭.০৫ কোটি টাকা।