Skip to content

এইসকল বলি অভিনেতারা অন্তরঙ্গ মুহূর্তের শ্যুটিং-এ সামলাতে পারেনি নিজেকে, শুনতে পায়নি পরিচালকের কমেন্ট

  প্রত্যেক সিনেমাতেই কিছু না কিছু অন্তরঙ্গ মুহূর্ত (romantic scene) দেখা যায়। আর সেই দৃশ্যের জন্য একাংশের মানুষ ছবিটি দেখার জন্য আগ্রহী হয়। রিপোর্ট বলছে, যে সিনেমায় অন্তরঙ্গ মুহূর্ত (romantic scene) যত বেশি, সেই সিনেমার ব্যবসাও তত বেশি।

  তবে দর্শকদের মনে অনেক সময়ই প্রশ্ন জাগে, কিভাবে এই দৃশ্যের শ্যুটিং করা হয়েছে। অনেক সময় এমনও হয় যে অন্তরঙ্গ মুহূর্তের (romantic scene) শ্যুটিং করতে গিয়ে নিজেকে সামলাতে পারেনি নায়ক নায়িকারা। রইল সেরকমই কিছু সিনেমার বিস্তারিত-

  দয়াবান- এই ছবিতে মাধুরী দিক্ষীত এবং বিনোদ খান্নার একটি ঠোঁটে চুম্বনের দৃশ্যে তারা এতোটাই মগ্ন হয়ে গিয়েছিলেন, যে মাধুরীর ঠোঁট কেটে দিয়েছিলেন বিনোদ খান্না।

  ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি- এই ছবিতে রণবীর কাপুর এবং এভলিন শর্মার একটি অন্তরঙ্গ মুহুর্তের শ্যুটিং চলছিল। সেই সময় রণবীর কাপুর এভলিন শর্মার সঙ্গে চুম্বনের দৃশ্যে পরিচালকের কাট শুনতে পায়নি।

  অ্যা জেন্টালম্যান- এই ছবিতে একাধিকবার চুম্বন এবং জড়িয়ে ধরার দৃশ্যে দেখা গিয়েছিল জ্যাকলিন এবং সিদ্ধার্থকে। এই সময় শ্যুটিং-এর মধ্যে পরিচালকের কাট তাঁদের কানে পৌঁছায়নি।

  রামলীলা- এই ছবিতে একটি চুম্বন দৃশ্যে পরিচালক কাট বলার পরও একে অপরের ঠোঁটে চুম্বন করে যাচ্ছিলেন রণবীর সিং এবং দীপিকা।

  প্রেম প্রতিজ্ঞা- এই ছবিতে একটি দৃশ্য ছিল যেখানে মাধুরী দিক্ষীতকে ধর্ষণ করছেন রঞ্জিত। দৃশ্যে মধুরীকে চুম্বন করার জন্য অনেক জবরদস্তি করেন রঞ্জিত। তবে শ্যুটিং শেষে মাধুরী এতোটাই ভয় পেয়ে গিয়েছিলেন, যে তাঁর গায়ে হাত দিতে বারণ করেছিলেন রঞ্জিতকে।