Skip to content

বয়সকে তুড়ি মেরে ঠাকুমা দাদু হওয়ার বয়সে নতুন করে সংসার পেতেছেন এই বলি তারকারা

    img 20230411 181741

    কথায় বলে, বয়স শুধু একটা সংখ্যা মাত্র। বয়সকে উপেক্ষা করে অনেকেই অনেক সাহসী কাজ করছেন। কেউ চড়ছেন পাহাড়ে, কেউ বা পাড়ি দিচ্ছেন সাত সমুদ্র। আবার এমনও কেউ আছেন যারা ঠাকুমা দাদু হওয়ার বয়সে পৌঁছে বিয়ে করছেন। এমনই চিত্র দেখা গেল বলিপাড়ায়। সাধারণত বিনোদন দুনিয়ার অনেক তারকাদের দেখা যায় একটু বেশি বয়সেই বিয়ে করতে। আবার অনেকের কাছে বিবাহ বিচ্ছেদটাও কোন ব্যাপার নয়।

    নিজের কেরিয়ারের পেছনে দৌড়াতে দৌড়াতে তাঁরা নিজেদের সময় দেওয়ার কথা ভুলে যান। যার ফলে ক্যরিয়ার স্থিত হয়ে অনেকেই বেশি বয়সে বিয়ে করেন। দেখে নিন বলিউডের এমনই কয়েকটি জুটিকে।

    কবির বেদী (Kabir Bedi)

    img 20230411 181817

    এই তালিকায় নাম রয়েছে অভিনেতা কবির বেদীর। তিনি জীবনে চারটি বিয়ে করেছেন এই অভিনেতা। শেষ বিয়েটি ৭০ বছর বয়সে ২০১৬ সালে পারভীন দুসাঞ্জকে করেছেন। তার এই চতুর্থ স্ত্রী তার থেকে ৩০ বছরের ছোট। এবং তার মেয়ে পুজার থেকেও ৪ বছরের ছোট।

    নীনা গুপ্তা (Neena Gupta)

    img 20230411 181807

    ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন বলি অভিনেত্রী নীনা গুপ্তা। তবে সম্পর্কে থাকলেও, তারা বিয়ে করেননি। কিন্তু তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয় এবং সেই মেয়েকে একাই মানুষ করেন এই অভিনেত্রী। পরবর্তীতে ৪৯ বছর বয়সে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরাকে বিয়ে করে সুখে সংসার করছেন এই অভিনেত্রী।

    সুহাসিনী মূলে (Suhasini Mulay)

    img 20230411 181754

    একাধিক চলচ্চিত্রে কাজ করার পর ৬০ বছর বয়সে ২০১১ সালে অধ্যাপক অতুল গুর্তুের সঙ্গে বিয়ে করে সকলকে চমকে দেন এই অভিনেত্রী। তিনি বিয়ে করার পর তার ভক্তরা অবাক হয়ে গিয়েছিল।