Skip to content

একাধিক বোল্ড ওয়েব সিরিজে সাহসী দৃশ্যে অভিনয় করে পুরুষদের ঘাম জড়িয়েছেন এই বলিউড অভিনেত্রীরা

  বর্তমান সময়ে বিভিন্ন ও টি টি (OTT) প্লাটফর্মে ওয়েব সিরিজ (Web series) গুলি জনপ্রিয়তার দিক থেকে বলিউড-টলিউড সিনেমা গুলিকেও পেছনে ফেলেছে। সম্প্রতি ওয়েব সিরিজের বিভিন্ন চরিত্র ও গল্প গুলো ব্যাপক ভাবে দর্শকদের হৃদয় স্পর্শ করেছে। তবে ওয়েব সিরিজ গুলোর মধ্যে প্রাপ্তবয়স্ক (Adalt) ও সাহসী (Bold) সিরিজ গুলো সব থেকে বেশি জনপ্রিয়।

  আলোচ্য বিষয় এই প্ল্যাটফর্মের এমন কিছু অভিনেত্রী দের সম্পর্কে, যাদের উষ্ণতা ও উত্তেজনা মূলক অভিনয়ের জাদুতে ঘাম ঝরছে অনেক পুরুষের। তাদের দুর্দান্ত বোল্ড অভিনয় রীতিমতো রাতের ঘুম কেড়েছে বহু দর্শকদের।

  তৃধা চৌধুরী (Tridha Choudhury)

  আলোচনার প্রথমেই রয়েছে ‘তৃধা চৌধুরী’এর নাম।
  একাধিক ধারাবাহিক ও ওয়েব সিরিজে দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। সিরিজে একের পর এক হট এবং বোল্ড অভিনয়ের কারণে ব্যাপক সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে ও গোটা নেট জগতে।

  কিয়ারা আদভানি (Kiara Advani)

  অভিনয় জগতে আগে থেকেই কিয়ারা আদভানির নামটি পরিচিত ছিল। তবে ওয়েব সিরিজে তার যৌনতায় ভরা অভিনয়ের কারণে আরো বেশি জনপ্রিয়তা পেয়েছে গোটা দেশে। তার যৌন এক্সপ্রেশনে রাতের ঘুম কেড়েছে বহু পুরুষের।

  প্রিয়া ব্যানার্জী (Priya Banerjee)

  ওয়েব সিরিজের পাশাপাশি বলিউডেও কাজ করেছেন প্রিয়া ব্যানার্জী। তার সাহসী অভিনয় নজর কেড়েছে বন্ধু দর্শকের। ওয়েব সিরিজে প্রিয়ার যৌনতাপূর্ণ অভিনয় যে কোন পুরুষই ঘাম ঝরানোর জন্য যথেষ্ট।

  রাশিকা দুগ্গাল (Rasika Duggal)

  ওয়েব সিরিজ এর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে রাশিকা দুগ্গাল। মির্জাপুর ‘Mirzapur’ সিরিজ তার জীবনে আলাদা পরিচয় দিয়েছে। তার অসাধারণ উত্তেজনা মূলক ও লাস্যময়ী অভিনয় ব্যাপক সারা ফেলেছে নেট পাড়ায়।

  রাজশ্রী দেশপান্ডে (Rajshree Deshpande)

  ওয়েব সিরিজে নাওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui) এর স্ত্রী’য়ের চরিত্রে অভিনয় করে তুমুল ঝড় তুলেছিলেন প্রাপ্ত বয়স্কদের মধ্যে। রাজশ্রী তার দুর্দান্ত সাহসী ও উষ্ণ অভিনয় দ্বারা খুবই জনপ্রিয়তা পেয়েছে গোটা দেশে।