সিরিয়ালপ্রেমী মানুষজন প্রতিদিন সন্ধ্যের সময় টিভির রিমোট হাতে নিয়ে বসে পড়েন টিভির সামনে। হাজারো চ্যানেলের ভিড়ে হাজারো ধারাবাহিকের ভিড়ে সকলেই খুঁজে নেন নিজের পছন্দের ধারাবাহিকটি। এসবের মধ্যে বর্তমান সময়ে কিছু ধারাবাহিকে দেখানো হচ্ছে, ধারাবাহিকের অভিনেত্রীরা নায়িকার চরিত্র থেকে কিছুটা পরিবর্তিত হয়ে এখন মায়ের চরিত্রে অভিনয় করছেন। বয়স অল্প হলেও, মায়ের চরিত্রে তাদের সাবলীল অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন।
আসুন দেখে নেওয়া যাক বাংলা ধারাবাহিকের সেইসকল অভিনেত্রীদের-
মিঠাই (Soumitrisha Kundu)- বাংলা ধারাবাহিকগুলোর মধ্যে সর্বাপেক্ষা জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। জি বাংলার এই ধারাবাহিক এক সময়ে প্রায় এক বছরের জন্য টিআরপি তালিকার শীর্ষে ছিল। এমনকি বেঙ্গল টপারও হয়েছিল। কিন্তু পরবর্তীতে এই ধারাবাহিকের জনপ্রিয়তায় কিছুটা ভাঁটা পড়লেও, এখন আবার কিছুটা জনপ্রিয়তা ফিরছে এই ধারাবাহিকের।
এই ধারাবাহিকের প্রধান চরিত্র মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কুন্ডু, কিছুদিন আগেই এক পুত্র সন্তানের জন্ম দিয়েছে। কিন্তু শাক্যর জন্ম দেওয়ার পরই তিনি মারা যান। আর সেই জায়গায় এসে শাক্যকে মায়ের মত করে আগলে রাখে নতুন চরিত্র ‘মিঠি’। আর এই মায়ের চরিত্রকে সৌমিতৃষা কুন্ডুকে বেশ মনে ধরেছে দর্শকদের।
দীপা (Swastika Ghosh)- বর্তমান সময়ে টিআরপি তালিকায় বেশ ভালো স্থানে রয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। এই ধারাবাহিকে এখন সূর্য দীপার দুই যমজ মেয়ে সোনা এবং রূপাকে দেখানো হচ্ছে। একজন রয়েছে বাবার কাছে এবং অন্যজন রয়েছে মায়ের কাছে। এখানেও দীপাকে মায়ের চরিত্রে বেশ পছন্দ করেছে দর্শকমহল।
গুনগুন (trina saha)- বাংলা ধারাবাহিকের অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন তৃণা সাহা। খোকাবাবু, কলের বউ থেকে খড়কুটো সব ধারাবাহিকেই সমানভাবে দক্ষতার সঙ্গে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। শেষ ধারাবাহিক ‘খড়কুটো’তে এক পুত্র সন্তানের জন্ম দিয়ে গুনগুনের মৃত্যুটা দর্শক মেনে নিতে পারেনি।