Skip to content

সুরেলা কন্ঠের পাশাপাশি অসাধারণ সৌন্দর্যের অধিকারী, বলিউড অভিনেত্রীদের টেক্কা দিতে সক্ষম এই ৮ গায়িকা

    টলি হোক কিংবা বলি, বিনোদন দুনিয়ায় সৌন্দর্য ভীষণই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দক্ষতার পাশাপাশি থাকতে হবে সৌন্দর্যও। নাহলে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হবেন সেই অভিনেতা কিংবা অভিনেত্রী। সেই কারণে মেকআপের মাধ্যমে, চরিত্রের প্রয়োজনে আরও বেশি সুন্দর করে তোলা হয় অভিনেতা অভিনেত্রীদের।

    তবে পর্দার সামনে যারা থাকছেন, সর্বদা মেকআপের মধ্যে থাকার ফলে বেশ গ্ল্যামারস দেখতে লাগে অভিনেতা অভিনেত্রীদের। কিন্তু যারা পর্দার অপ্রান্তে থাকছেন, তারাও কিন্তু যথেষ্ট সুন্দর। যেমন ধরুন, এই ভারতেই এমন কয়েকজন গায়িকা (singer) রয়েছেন যারা সর্বদা লাইট, ক্যামেরা, অ্যাকশনের মধ্যে না থাকলেও, বাস্তবে তারা যথেষ্ট সুন্দরী এবং গ্ল্যামারাস। একদিকে যেমন তাঁদের সুরেলা কন্ঠে পাগল গোটা দুনিয়া, তেমনই অন্যদিকে তাঁদের রূপের ছটায় ঘায়েল হবে বলিউডের বাঘা বাঘা অভিনেত্রীরা।

    শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)- টলি কিংবা বলি সর্বত্রই সুরের জাদু ছড়িয়ে রেখেছেন সঙ্গীতজগতের অন্যতম ডিভা শ্রেয়া ঘোষাল। শুধুমাত্র বাংলা, হিন্দিই নয়, সেইসঙ্গে নেপালি, তামিল সহ একাধিক ভাষায় গান গাওয়ার পাশাপাশি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এই গায়িকা। যে কোন ধরনের গান তাঁর গলায় এককথায় অনবধ্য লাগে শুনতে। বর্তমান সময়ে ছোট্ট ছেলের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি কেরিয়ারের দিকেও ফোকাস রেখেছেন শ্রেয়া।

    নীতি মোহন (Neeti Mohan)- স্টুডেন্ট অফ দ্য ইয়ার সিনেমার ‘ইশক ওয়ালা লাভ’ গানটি গেয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছেন গায়িকা নীতি মোহন। এরপর তাঁর সুরের জাদুতে মুগ্ধ করেছেন অগণীত শ্রোতাকে। একটা সময় ‘ইন্ডিয়ান আইডল 11’-র বিচারকও ছিলেন এই গ্ল্যামারস গায়িকা। সুরের পাশাপাশি সৌন্দর্য্যের দিক থেকেও এগিয়ে এই গায়িকা। সবকিছুর পাশাপাশি আবার স্যোশাল মিডিয়াতেও বেশ অ্যাকটিভ থাকতে দেখা যায় তাঁকে।

    নেহা কক্কর (Neha Kakkar)- বর্তমান দিনের গায়িকাদের মধ্যে অন্যতম একজন জনপ্রিয় গায়িকা হলেন নেহা কক্কর। অসাধারণ গানের গলার পাশাপাশি দেখতেও বেশ সুন্দরী এই গায়িকা। রোহনপ্রীত সিংয়ের সঙ্গে বিয়ের আগে থেকেই স্যোশাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ থাকতেন নেহা। বর্তমানে তাঁদের দুষ্টু মিষ্টি নানা ভিডিও শেয়ার করেন নেন ভক্তদের সঙ্গে।

    মোনালী ঠাকুর (Monali Thakur)- যেমন মিষ্টি গলা, ঠিক তেমনই মিষ্টি এবং শান্ত স্বভাবের হলেন সঙ্গীতশিল্পী মোনালী ঠাকুর। জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’এ অংশগ্রহণ করে জয়ী না হতে পারলেও, বর্তমান দিনে তাঁর সুরের জাদুতে মুগ্ধ গোটা দেশ। এই মিষ্টি মেয়েটি বর্তমানে স্বামী মাইক রিখটারের সঙ্গে নতুন জীবন উপভোগ করার পাশাপাশি কেরিয়ারও সামলাচ্ছেন।

    নেহা ভাসিন (Neha Bhasin)- ভারতের অল-গার্লস ব্যান্ড ভিভা গার্লস-এর অন্যতম সদস্য ছিলেন গায়িকা নেহা ভাসিন। ‘জগ ঘুমেয়া’ গানের মধ্য দিয়ে শ্রোতাদের মন জিতে নেওয়ার পাশাপাশি বলিউডের অনেক জনপ্রিয় ছবিতে তাঁর গান শোনা গিয়েছে।

    শ্বেতা পন্ডিত (Shweta Pandit)- পদ্মবিভূষণ প্রাপক পণ্ডিত জসরাজের নাতনি হলেন বলিউডের বিখ্যাত সঙ্গিতশিল্পী শ্বেতা পন্ডিত। অসাধারণ গানের গলার পাশাপাশি বেশ সুন্দরী এবং গ্ল্যামারসও বটে।

    কণিকা কাপুর (Kanika Kapoor)- সঙ্গীতশিল্পীদের মধ্যে অন্যতম সুন্দরী একজন গায়িকা হলেন কণিকা কাপুর। বেবি ডল গান গেয়ে রাতারাতি জনপ্রিয় হওয়ার পর বলিউডের একাধিক হিট গানে তাঁর কন্ঠ শোনা গিয়েছে।

    অনুষ্কা মানচন্দা (Anushka Manchanda)- গান গাওয়ার পাশাপাশি হট লুকের জন্য প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন অনুষ্কা মানচন্দা। গানের পাশাপাশি স্যোশাল মিডিয়ায় নিজের বোল্ড ছবি শেয়ার করে ঝড় তুলতে এই গায়িকার জুড়ি মেলাভার।