Skip to content

দিয়েছে কোটি কোটি টাকার ব্যবসা, সাউথের এই ৭ টি সিনেমা আজও পারে হল কাঁপাতে

  img 20220615 130204

  সম্প্রতি সময়ের দর্শকরা দক্ষিণের ছবির দিকে একটু বেশিই ঝুঁকছে। সাউথের দিনেমা বেশি করে পছন্দ হচ্ছে মানুষের। দক্ষিণের সিনেমা থেকে শুরু করে, অভিনেতা অভিনেত্রীদের স্টাইল, ডায়লগ, গান সবকিছুই মনে ধরছে দর্শকদের। আর অন্যদিকে মার খাচ্ছে বলি এবং টলিউডের বেশিরভাগ সিনেমাই।

  আজকে দেখে দিন দক্ষিণের এমন ৭ টি সিনেমা, যা সর্বাধিক উপার্জন করেছে।

  img 20220615 130035

  ‘বাহুবলী 2: দ্য কনক্লুশন’ (Baahubali 2: The Conclusion)- তেলেগু ভাষায় তৈরি এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে দক্ষিণি তারকা প্রভাসকে। এসএস রাজামৌলি পরিচালিত এই ছবিটি ১০১৮ কোটি টাকার ব্যবসা দিয়েছে।

  img 20220615 125926

  KGF চ্যাপ্টার 2′ (K.G.F: Chapter 2)- গত ১৪ ই এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই ছবিটি। ছবির ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গেই এই ছবি ন্যে উন্মাদনা তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে। আর ছবি মুক্তি পেতেই প্রেক্ষাগৃহে দর্শকদের উপছে পরা ভিড় লক্ষ্য করা গিয়েছিল। জানা যায় ১২৬০ কোটি টাকা আয় করেছে এই ছবি।

  img 20220615 125910

  ‘আরআরআর’ (RRR)- এসএস রাজামৌলি পরিচালিত তেলেগু ভাষার এই ছবি ১১৫০ থেকে ১২০০ কোটি টাকা আয় করেছিল।

  img 20220615 125854

  ‘2.0 ‘ (2.0)- পরিচালক এস. শঙ্করের এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে দক্ষিণের জনপ্রিয় স্টার রজনীকান্তকে। তামিল ভাষার এই ছবি ৬৫৫ কোটি টাকার ব্যবসা দিয়েছিল।

  img 20220615 130015

  বাহুবলী: দ্য বিগিনিং’ (Baahubali: The Beginning)- এসএস রাজামৌলি পরিচালিত এই ছবির প্রথম পর্ব দেখার পর দ্বিতীয় পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল দর্শকবৃন্দ। এই ছবিটি প্রায় ৬৫০ কোটি টাকা আয় করেছিল।

  img 20220615 125942

  সাহো’ (Saaho)- তেলেগু ভাষায় নির্মিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে দক্ষিণি তারকা প্রভাসকে। হিন্দি ভাষাতেও এই ছবি মুক্তি পেয়েছিল। জানা যায় ৪৩৩ কোটি টাকার ব্যবসা দিয়েছে এই ছবি।

  img 20220615 125957

  ‘পুষ্প: দ্য রাইজ’ (Pushpa: The Rise)- দক্ষিণের স্টাইলিশ স্টার আল্লু অর্জুন অভিনীত এই ছবি এই বছরের অন্যতম সেরা ছবিগুলোর মধ্যে অন্যতম। এই ছবি প্রায় ৩৫৫ কোটি টাকা আয় করেছে।