Skip to content

রুপালি পর্দায় ৯০ দশকে দেখিয়েছিলেন জাদু,আবারো OTT প্ল্যাটফর্মের হাত ধরে পর্দায় কামব্যাক করছেন এই ৭ বলি অভিনেত্রী

    img 20220729 091149

    চলচ্চিত্র জগতের OTT (Over-the-top) প্ল্যাটফর্ম যে বিনোদন জগতের ভবিষ্যৎ, তা স্বীকার করতে হবে সিনেমা প্রেমীদের। এই কথা সিনেমা জগতের তারকারাও অস্বীকার করতে পারবে না। সম্প্রতি একটা খবর সামনে আসছে, কাজলের OTT -প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ। তবে এই তারকাই শুধু প্রথম না, এর আগেও ৯০-দশকের অনেক রমণী OTT (Over-the-top)-প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত হয়েছেন এবং কাজ করছেন। তবে আজ আমরা আপনাকে এমনি ৭ তারকার কথা বলবো যারা খুব বিশিষ্ট এবং OTT-তে রাজ করতে ফিরে আসছেন। আসুন জানা যাক!

    ১. করিশ্মা কাপুর (Karishma Kapoor):-  OTT platform

    করিশ্মা কাপুর খুব অল্প বয়সেই অভিনয় জগতে পা রেখেছিলেন। তিনি মাত্র ১৭ বছর বয়সে ১৯৯১ সালে অভিনয় জগতে অভিষেক ঘটিয়েছিলেন। আবার ৯০-দশকের তিনিই OTT প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করা প্রথম তারকা। যিনি ‘মেন্টালহুডের’ মাধ্যমে ওটিটি-তে যোগ দেন। তবে সেটা খুব একটা প্রভাব ফেলতে না পারলেও খুব শীঘ্রই আরেকটি প্রজেক্ট নিয়ে আসছেন তিনি OTT কাঁপাতে।

    ২. রবিনা ট্যান্ডন (Raveena Tandon):-  OTT platform বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রবিনা ট্যান্ডনও OTT প্ল্যাটফর্মে পা রেখে দিয়েছেন। তার অভিনয়ের ‘আরণ্যক’ সিরিজ ২০২১ সালে OTT-টিতে মুক্তি পেয়েছে। আবার খবর সামনে আসছে তিনি অন্য একটি সিরিজের উপর কাজ করবেন বলে জানা যাচ্ছে।

    ৩. সুস্মিতা সেন (Sushmita sen):-  OTT platform চেনা অভিনেত্রী মিস সুস্মিতা সেন ‘আরিয়া’ সিরিজের মধ্যে দিয়ে OTT-প্ল্যাটফর্মে অভিষেক ঘটিয়েছিলেন। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন বলি সুন্দরী। তবে এই সিরিজটি OTT-প্ল্যাটফর্মে দারুন প্রভাব ফেলেছিল ও জনপ্রিয়তা অর্জন করেছিল।

    ৪. মাধুরী দীক্ষিত (Madhuri dixit):-  OTT platform বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতও কিন্তু এই দিক দিয়ে পিছিয়ে নেই। তিনিও ওটিটি প্লাটফর্মে পা রেখেছেন। মাধুরী ‘দ্যা ফেম গেম’-র মধ্য দিয়ে OTT তে ডেবিউ করেছেন।

    ৫. সোনালি বেন্দ্রে (Sonali bendre):-  OTT platform ৯০- দশকের জনপ্রিয় অভিনেত্রী হলেন সোনালী বেন্দ্রে। তিনি ‘দ্যা ব্রকেন নিউজ’ এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক করেছেন। সোনালীর পাশাপাশি এই সিরিজে জয়দীপ ও কিরণ কুমার অভিনয় করেছেন।

    ৬. জুহি চাওলা (Jhui chawla):-  OTT platform বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন জুহি চাওলা। তিনিও আর পিছিয়ে নেই, ‘হাস হাস’ সিরিজের মাধ্যমে এই অভিনেত্রী OTT তে অভিষেক করতে চলেছেন। তবে এই সিরিজে জুহি ছাড়াও আয়েশা জুলকা, কৃতিকা কাওরা, শাহানা গোস্বামী ও সোহা আলী খানের মতো তারকাদের দেখা যাবে।

    ৭. শিল্পা শেট্টি (Shilpa shetty):-  OTT platform একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী হলেন শিল্পা শেট্টি। তবে তিনিও এবার রোহিত শেট্টির ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্সে’ সিরিজের মাধ্যমে OTT তে আত্মপ্রকাশ করবেন। এই সিরিজে শিল্পা শেট্টির পাশাপাশি সিদ্ধার্থ মালহোত্র ও বিবেক ওবেরয়কে দেখা যাবে।