Skip to content

খারাপ স্ক্রিপ্টের কারণে ফ্লপ এই ৫ সুপারস্টার, ভুল সিদ্ধান্ত নিয়ে হারিয়েছেন নিজের জনপ্রিয়তা

    বিনোদন দুনিয়ায় দর্শকই হল আসল বিচারক। যে সিরিয়াল দর্শকের মনে ধরবে, তাই টিআরপি রেটিং (trp rating)-এ সর্বপ্রথমে থাকবে। টিআএরপিই হল ছোট পর্দার মার্কেট ধরে রাখার একমাত্র পন্থা। যে শো বেশি টিআরপি ছিনিয়ে নিতে পারবে, সেই শো তত পপুলার হবে।

    অনেক সময় স্ক্রিপ্টের উপর নির্ভর করে টিভি শোয়ের টিআরপি কম বেশি হয়। চিত্রনাট্য ভালো হলে তার টিআরপিও অনেক বেশি হবে। আর যদি চিত্রনাট্য খারাপ হয়, তাহলে টিআরপি রেটিংও অনেক কম হবে। তবে এমন অনেক অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, যারা নিম্নমানের চিত্রনাট্যকে হ্যাঁ বলায়, আজকের দিনে তাদের শো সুপার ফ্লপ হয়েছে।

    শিবাঙ্গী জোশী (Shivangi Joshi)- ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ সিরিয়ালের মাধ্যমে দীর্ঘদিন ধরে বিনোদন দুনিয়ায় দপিয়ে বেড়িয়েছেন শিবাঙ্গী জোশী। কিন্তু তারপর ‘বালিকা বধু ২’ সিরিয়ালের স্ক্রিপ্ট ভালো না হওয়ায়, দর্শকদের মন না বসায়, সেটির টিআরপি রেটিং অনেক কম হয়।

    শরদ মালহোত্রা (Sharad Malhotra)- ‘কসম তেরে পেয়ার কি’ এবং ‘নাগিন 5’-র মত জনপ্রিয় সিরিয়ালে দেখা গিয়েছিল শরদ মালহোত্রাকে। তবে ‘বিরোধী’ নামেও একটি সিরিয়ালে অভিনয় করেছিলেন এই অভিনেতা। কিন্তু সেই সিরিয়ালের সম্পর্কে খুব মানুষই অবগত।

    শাহির শেখ (Shaheer Sheikh)- ‘কুছ পেয়ার কে রঙ’, ‘কুছ পেয়ার কে রঙ ২’- তাঁর অভিনয় দর্শকদের মনে ধরায় দারুণ হিট করেছিল এই দুটি পর্ব। তবে এই সিরিয়ালের তৃতীয় পর্বের স্ক্রীপ্ট খুব একটা ভালো না হওয়ায় টিআরপি রেটিং অনেক কম হয়েছে।

    নকুল মেহতা (Nakuul Mehta)- ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায় ২’- তে নকুল মেহতা ও দিশা পারমারকে দেখা গেলেও, অনেক চেষ্টা করেও তাঁরা শোয়ের টিআপি বাড়াতে পারছেন না। তবে এর আগে ইশকবাজের মতো সুপারহিট শোতে কাজ করতে দেখা গিয়েছে নকুল মেহতাকে।

    নিয়া শর্মা (Nia Sharma)- ‘জামাই রাজা’ সিরিয়ালে অভিনয় করে দারুণ সাফল্য পেলেও, ‘নাগিন ৪-‘-র স্ক্রিপ্ট দর্শকদের মনে না ধরায় সেটি বন্ধ করে দেয় নির্মাতারা। এই দুটি সিরিয়ালেই দেখা গিয়েছে অভিনেত্রী নিয়া শর্মাকে।