Skip to content

KGF 2 কে হার মানিয়ে বক্স অফিস কাঁপাতে আসছে এই ৫ সিনেমা, তৈরি থাকুন দর্শকরা

    img 20220625 132824

    গোটা বিশ্বজুড়ে এখন যেন ‘KGF2’-র ঝড় বইছে। রকি ভাইয়ের চরিত্রে দক্ষিণি তারকা যশের অভিনয় নজর কেড়েছে দর্শকমহলের। ‘KGF’-র প্রথম পর্বের পর থেকেই দর্শককূল দ্বিতীয় পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আর ‘KGF2’ মুক্তি পেতেই সুপার হিট হয় এই ছবি (movie)।

    তবে বেশকিছু দিন ধরে দর্শকমহলও বেশকিছু ধামাকাদার সিনেমা (movie) মুক্তির অপেক্ষায় দিনগুনছে। যার মধ্যে রয়েছে, বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ (Pathan)। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই মেগা বাজেটের ছবিতে প্রায় ৩ বছর পর আবারও দেখা যাবে কিং খানকে। তাই বাজিগরের এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে রয়েছে।

    প্রথম এবং দ্বিতীয় পর্ব হিট হওয়ার পর ‘টাইগার থ্রি’ (Tiger 3) নিয়ে আসছেন সলমন খান। সল্লু ভাইয়ের এই ছবির দিকে তাকিয়ে রয়েছে তাঁর ভক্তকূল। ধারণা করা হচ্ছে, ‘KGF2’কেও হার মানাতে পারে এই ছবি।

    এরপর তালিকায় রয়েছে বেশকিছু দক্ষিণি সিনেমা। যার মধ্যে রয়েছে ‘বাহুবলি’ খ্যাত প্রভাসের ‘আদিপুরুষ’ (Adipurush)। পরিচালক ওমরৌতের এই ছবিতে শ্রীরামের চরিত্রে দেখা যেতে চলেছে প্রভাসকে। এই ছবিতে দক্ষিণি তারকাদের পাশাপাশি দেখা যাবে বেশ কিছু বলি তারকাকেও। তাই এই ছবি যে বক্স অফিসে ঝড় তুলতে চলেছে, তা নিয়ে দ্বিমত হচ্ছে না দর্শকমহল।

    img 20220625 132931

    কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দক্ষিণি তারকা আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানা অভিনীত ছবি ‘পুষ্পা’। এই ছবির দ্বিতীয় পর্ব অর্থাৎ ‘পুষ্পা ২’ (Pushpa 2) নিয়েও কিন্তু দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে।

    img 20220625 132751

    এরিক রথ এবং অতুল কুলকার্নি দ্বারা নির্মিত চিত্রনাট্য এবং অদ্বৈত চন্দন পরিচালিত আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha)ও কাঁপাতে চলেছে বক্স অফিস। ১৯৯৪ সালের আমেরিকান সিনেমা ‘ফরেস্ট গাম্প’র একটি রিমেক যা উইনস্টন গ্রুমের ১৯৮৬ সালের একই নামের উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত এই ছবি প্রযোজনা করছে আমির খান প্রোডাকশন, ভায়াকম ১৮ স্টুডিওস এবং প্যারামাউন্ট পিকচার্স। আগামী ১১ ই আগস্ট মুক্তি পেয়ে চলে এই ছবিতে আমির খানের বিপরীতে দেখা যাবে করিনা কাপুরকেও।