Skip to content

চুল গজাতে জলের মতো টাকা ব্যয় করেন বলিউডের এই ৫ তারকা, রয়েছে অক্ষয়-সালমান সহ আরো অনেকেই

  বলা হয় বলিউডের মত গ্ল্যামার অন্য ইন্ডাস্ট্রিতে খুব কমই দেখা যায়। বিটাউনের তারকাদের রূপের মোহে পাগল তাঁদের অগণিত ভক্তরা। তাঁদের লুক, স্টাইল, সর্বোপরি তাঁদের চুলের ধরন, সবকিছুর বিষয়ে সর্বদা জানতে আগ্রহী থাকে ফ্যানরা।

  তবে এর মধ্যে যদি আপনি জানতে পারেন আপনার পছন্দের তারকার মাথা ভর্তি টাক এবং সে উইগ ব্যবহার করেন, এমনকি টাক লোকাতে করিয়েছেন হ্যায়ার ট্রান্সপ্ল্যান্টও, তাহলে কেমন হবে! কি ভাবছেন আজগুবি গল্প বলছেন সাংবাদিক! আজ্ঞে না, বলিউডে এমন অনেক স্টাররা রয়েছেন, যারা তাঁদের মাথার টাক লোকাতে হ্যায়ার ট্রান্সপ্ল্যান্টও করিয়েছেন, আবার অনেকে উইগও ব্যবহার করেন।

  অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) – বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত ব্যক্তিত্ব, যার অভিনয়ের যাদুতে আজও টেক্কা দিতে পারেন তরুণ প্রজন্মের অভিনেতাদের। তিনি আর কেউ নন, তিনি হলেন বিগ বি অমিতাভ বচ্চন। তবে বিগ বিও কিন্তু এই চুল পড়ায় সমস্যায় জর্জরিত। যে কারণে একাধিকবার নকল চুলেরও আশ্রয় নিয়েছেন তিনি।

  অক্ষয় কুমার (Akshay Kumar)- বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার এই তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন। তবে নিজের মাথায় টাক থাকা সত্ত্বেও তা নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই অক্ষয় কুমারের। এমনকি এই বিষয়ে কোন রাখঢাকও করেন না তিনি।

  রণবীর কাপুর (Ranbir Kapoor)- বর্তমান প্রজন্মের অভিনেতাদের মধ্যে রণবীর কাপুর অন্যতম একজন অভিনেতা। অনেকেই হয়ত জানেন না, খুব অল্প বয়স থেকেই চুল পড়ে যাওয়ার কারণে ২০০৭ সালে চুলের অস্ত্রোপচারও করিয়েছিলেন এই অভিনেতা।

  সঞ্জয় দত্ত (Sanjay Dutt)- বলিউডের আরও এক প্রথম সারির অভিনেতা হলেন সঞ্জয় দত্ত। এই বয়সে দাঁড়িয়ে এখনও সমানভাবে অভিনয় করে চলেছেন এই অভিনেতা। তবে তিনিও এই চুল পড়ায় সমস্যায় ভুগছেন।

  রজনীকান্ত (Rajinikanth)- বিনোদন দুনিয়ার অন্যতম একজন বিখ্যাত অভিনেতা হলেন রজনীকান্ত। দক্ষিণি এই তারকা তাঁর অভিনয়ের দক্ষতায় মানুষের হৃদয়ে একটা শক্তিশালী জায়গা করে নিয়েছেন। কিন্তু এই অভিনেতার মাথায় রয়েছে বড় টাক। আর সেই কারণেই বেশিরভাগ সময়টাতেই তিনি উইগ ব্যবহার করে থাকেন।