অবসর সময়ে হোক কিংবা ভালোবেসে হোক, সিনেমা দেখতে ভালোবাসে সকলেই। সিনেমা দেখেন না এমন মানুষ বোধ করি আতস কাচ দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। তবে সকলের পছন্দের ধরণ কিন্তু সমান নয়। ভিন্ন ভিন্ন মানুষের পছন্দও ভিন্ন ভিন্ন হয়।
তবে এই দেশে এমন অনেক সিনেমা তৈরি হয়, যা মানুষকে যেমন একাধারে আনন্দ দেয়, তেমনই অনেক সিনেমা আছে যা মানুষকে কাঁদিয়েও ছেড়েছে। এমন কিছু হৃদয়বিদারক দৃশ্য থাকে, যা দেখে চোখ থেকে জল গড়িয়ে পড়ে বহু দর্শকের। জেনে নিন আজ এমনই কিছু সিনেমার বিষয়ে।
কুছ কুছ হোতা হ্যায় (Kuch Kuch Hota Hai)- শাহরুখ খান, কাজল এবং রানি মুখার্জী অভিনীত এই ছবি ত্রিকোণ প্রেমের গল্প হলেও, এই ছবিতে অঞ্জলি এবং রাহুলের মধ্যেকার একটি মিষ্টি বন্ধুত্বের সম্পর্ক তুলে ধরা হয়েছে। কিন্তু বন্ধুত্ব যে কখন ভালোবাসায় পরিণত হয়ে গেল, তা বুঝতে পারেনি অঞ্জলি। আর সেটা অনুভব করতে পেরেই সে যখন রাহুল অর্থাৎ শাহরুখ খানকে বলতে গেলেন, তখন দেখেন ইতিমধ্যেই টিনা অর্থাৎ রানি মুখার্জীর প্রেমে পড়ে গিয়েছেন শাহরুখ খান। এই দৃশ্যে কাজলের কষ্ট যেন অনুভব করতে পেরেছে প্রতিটি দর্শক।
কাল হো না হো (Kal Ho Naa Ho)- এই ছবিতে শাহরুখ খানের দুর্দান্ত অভিনয় সকলের চোখেই জল এনে দিয়েছে। ছবিতে মৃত্যু পথযাত্রী শাহরুখের জীবনে বেঁচে থাকার মন্ত্র আজকের দিনেও বহু মানুষের কাছে অনুপ্রেরণার মতন।
আজব প্রেম কি গজব কাহিনী (Ajab Prem Ki Ghazab Kahani)- এই ছবিতে রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে। তবে এই ছবিতে দেখা যায় জেনিকে নিজের ভালোবাসার জালে আবব্ধ করতে সবরকম চেষ্টা চালিয়ে যায় প্রেম। কিন্তু তারপর প্রেম জানতে পারে তাঁর নয়, অন্য কারো প্রেমে পড়েছেন জেনি। আর এই দৃশ্য চোখে জল এনে দিয়েছে দর্শকদের।
ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি (Yeh Jawaani Hai Deewani)- নিজের লক্ষ্যে স্থির থাকলে, একদিন তা ঠিকই পূরণ করা যায়, তা এই ছবিতে দেখানো হয়েছে। অপরদিকে ভালোবাসার অনুভূতি ঠিক কেমন হয়, তাও সুন্দর করে ফুটিয়ে তুলেছেন দীপিকা পাডুকোন। কিন্তু যখন তিনি দীর্ঘ ৮ বছর অপেক্ষার পর তাঁর ভালোবাসার কথা রণবীর কাপুরের সামনে প্রকাশ করলেন, সেই দৃশ্যে বেশ আবেগঘন হয়ে পড়েছিল দর্শকমহল।
ইয়ে দিল হ্যায় মুশকিল (Ae Dil Hai Mushkil)- ছবিতে নিজেদের অজান্তেই একের অপরকে ভালোবেসে ফেলে অনুষ্কা শর্মা এবং রণবীর কাপুর। কিন্তু অনুষ্কার বিয়েতে গিয়ে নিজের মনের কথা প্রকাশ করার পর ভাঙ্গা মন নিয়ে রণবীরের গাওয়া ‘চান্না মেরেয়া’ গানটি যেন দর্শকদের হৃদয়ে গিয়ে লেগেছে।