Skip to content

চাঁদনী চক টু চায়না থেকে ব্লু, বলিউডের এই ৫ টি ছবি বক্স অফিসে পড়েছে একেবারে মুখ থুবড়ে

  img 20220615 123238

  অন্যান্য বিনোদন জগতের তুলনায় বিটাউনে স্টারদের সংখ্যা অনেক বেশি রয়েছে বলেই মনে করা হয়। সেখানে প্রায়ই কোন না কোন সিনেমা তৈরি হতে থাকে। আর মুক্তিও পায় প্রেক্ষাগৃহে। কিন্তু প্রেক্ষাগৃহে মুক্তি তো পেলেও তা সবসময় যে সুপারহিট হবে, এমনটা কিন্তু খুব কমই দেখা যায়। এমন অনেক সিনেমা থাকে, যা মুক্তির কয়েকদিনের মধ্যে মুখ থুবড়ে পড়ে।

  img 20220615 122923

  বোম্বে ভেলভেট (Bombay Velvet)- ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে রণবীর কাপুর এবং অনুষ্কা শর্মাকে মুখ্য ভুমিকায় দেখা গিয়েছে। ১২৫ কোটির বিগ বাজেটের এই ছবিটি মাত্র ৩১ কোটির ব্যবসা দিতে পেরেছিল।

  img 20220615 122940

  জঞ্জীর (Zanjeer)- ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে দক্ষিণি সুপারস্টার রাম চরণ, সঞ্জয় দত্ত এবং প্রিয়াঙ্কা চোপড়াকে মুখ্য ভূমিকায় দেখা গেছে। প্রায় ৬০ কোটি টাকা খরচ হলেও, এই ছবি মাত্র ১৫ কোটি টাকার ব্যবসা দিতে পেরেছে।

  img 20220615 123012

  ব্লু (Blue)- সঞ্জয় দত্ত, অক্ষয় কুমার, জায়েদ খান এবং লারা দত্তের মত প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদের অভিনয় করতে দেখা গিয়েছে এই ছবিতে। এই ছবিটিও বেশ ফ্লপ হয়েছিল। যেখানে ছবিটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ১১০ কোটি, সেখানে ছবিটি আয় করেছিল মাত্র ৭৫ কোটি টাকা।

  img 20220615 123034

  থাগস অফ হিন্দোস্তান (Thugs of Hindostan)- বলিউডের মিস্টার পারফেক্ট আমির খান অভিনীত এই ছবি ৩০০ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল। জানা যায়, এই ছবিটি মাত্র ১৪৫ কোটির ব্যবসা দিতে পেরেছিল।

  img 20220615 123054

  চাঁদনী চক টু চায়না (Chandni Chowk to China)- বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে এই ছবিতে। এই ছবিটি তৈরি করতে প্রায় ৮০ কোটি টাকা খরচ হলেও, তা থেকে মাত্র ৫৫ কোট টাকা আয় হয়েছে। তবে মুক্তির প্রথম দিকে এই ছবি দর্শকদের মনে না ধরলেও, বর্তমান সময়ে এটি অন্যতম একটি হিট ছবিতে পরিণত হয়েছে।