Skip to content

বিদেশের মাটিতেও বজায় রেখেছেন ভারতীয় সংস্কৃতি, কান চলচ্চিত্র উৎসবে শাড়ি পড়েছিলেন এই ৫ বলি অভিনেত্রী

    প্রতি বছরই মহাসমারোহের সহিত পালিত হল কান ফিল্ম ফেস্টিভ্যাল (Cannes Film Festival)। প্রতি বারের ন্যায় এবারেও আয়োজিত হয়েছিল কান ফিল্ম ফেস্টিভ্যাল (Cannes Film Festival)। আর সেখানে অন্যান্যবারের মত এবারেও উপস্থিত ছিলেন বলিউডের বেশকিছু তারকারা।

    তবে বিদেশের মাটিতে কান ফিল্ম ফেস্টিভ্যালে (Cannes Film Festival) ভারতীয় সংস্কৃতিকে বহুবার তুলে ধরেছেন বলি অভিনেত্রীরা। তাঁদের পড়নে বহুবার দেখা গিয়েছে বিভিন্ন ধরনের শাড়ি। শাড়ির মাধ্যমেই তারা বিদেশের মাটিতে তুলে ধরেছেন ভারতীয় সংস্কৃতিকে। এই অনুষ্ঠানে শাড়ি পরিহিত অবস্থায় খুব সুন্দর এবং চিত্তাকর্ষকভাবে নিজেদের উপস্থাপন করে সংবাদ শিরোনামে একাধিকবার জায়গা করে নিয়েছেন বিটাউনের খ্যাতনামা অভিনেত্রীরা।

    বিদ্যা বালান (Vidya Balan)– ৬৬ তম কান ফিল্ম ফেস্টিভ্যালে সোনালি এবং মেরুন রঙের শাড়িতে বাঙালি নারীর মতই দেখাচ্ছিল বলি অভিনেত্রী বিদ্যা বালানকে।

    ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির খুব সুন্দরী এবং সুপরিচিত একজন অভিনেত্রী হলেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য্য রাই বচ্চন। ২০০৩ সালে একটি সবুজ রঙের শাড়ি পরিহিত অবস্থায় দেখা গিয়েছিল তাঁকে এবং ২০১০ সালে এই কান ফিল্ম ফেস্টিভ্যালে সোনালি রঙের শাড়িতেও দেখা গিয়েছিল ঐশ্বর্য্য রাই বচ্চনকে।

    দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)– বলি ইণ্ডাস্ট্রির অন্যতম একজন খ্যাতনামা অভিনেত্রী হলেন দীপিকা পাড়ুকোন। ২০১০ সালের কান ফিল্ম ফেস্টিভ্যালে সাদা ও সবুজ রঙের শাড়ি পরে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। পাশাপাশি চলতি বছরও তাঁকে শাড়ি পরিহিত অবস্থাতেই এই অনুষ্ঠানে দেখা গিয়েছে। তবে এবার কালো এবং সোনালি শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজে এক অন্যই মাত্রা পেয়েছিল দীপিকার সৌন্দর্য্য।

    কঙ্গনা রানাউত (Kangana Ranaut)– বিটাউনের বিতর্কিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন কঙ্গনা রানাউত। ২০১৮ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে কালো রঙের শাড়ি এবং ম্যাচিং স্লিভলেস ব্লাউজে ভারতীয় সংস্কৃতিকে বজায় রেখেছিলেন বলিউডের ‘কুইন’। এরপর আবার ২০১৯ সালে সোনালি রঙের কাঞ্জিভরম শাড়িতে দেখা গিয়েছিল কঙ্গনাকে।

    সোনম কাপুর (Sonam Kapoor)– ২০১৩ সালে সোনালি এবং সাদা রঙের শাড়িতে কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখা গিয়েছিল সোনম কাপুরকে। সঙ্গে শাড়ির উপরে ম্যাচিং করে একটি জ্যাকেট পড়তেও দেখা গিয়েছিল তাঁকে।