Skip to content

শাহরুখ খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন এই ৫ অভিনেত্রী! কিন্তু কেন? জানুন আসল কারণ

    img 20221103 235846

    হিন্দি বিনোদন দুনিয়ার অন্যতম বড় স্টার হলেন শাহরুখ খান (shahrukh khan)। যার নাম শুনলেই ঘায়েল আট থেকে আশি অনেকেই। ১৯৬৫ সালের ২ রা নভেম্বর নয়াদিল্লীতে জন্মগ্রহণকারী এই তারকা সদ্য ৫৭-তে পা দিলেন। এই বয়সেও তাঁর যা ক্রেজ, তা অনায়াসে হার মানিয়ে দিতে পারে নতুন প্রজন্মের যে কোন নায়ককে।

    বলিউডের যে কোন অভিনেতা অভিনেত্রী তাঁর সঙ্গে একবার হলেও স্ক্রিন শেয়ার করার জন্য উদ্রগীব হয়ে থাকেন। কিন্তু তা সত্ত্বেও হিন্দি বিনোদন দুনিয়ায় এমন কয়েকজন অভিনেত্রী রয়েছেন, যারা শাহরুখ খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব অস্বীকার করেছেন।

    img 20221103 235536

    রিপোর্ট বলছে, অ্যাটলি কুমারের চলচ্চিত্র ‘জওয়ান’এ শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের জন্য সামান্থা প্রভুকে (Samantha Ruth Prabhu) প্রস্তাব দেওয়া হলেও, তিনি তা ফিরিয়ে দেন। আর সেই কারণেই এই চলচ্চিত্রে শাহরুখ খানের বিপরীতে নয়নতারাকে রাখার সিদ্ধান্ত নেন চলচ্চিত্র নির্মাতারা। জানা গিয়েছে, যখন নাগা চৈতন্যের সঙ্গে সুখের সংসার করছিলেন, তখনই নাকি এই অফার ফিরিয়ে দিয়েছিলেন সামান্থা।

    img 20221103 235504

    ‘দিল তো পাগল হ্যায়’, ‘শক্তি: দ্য পাওয়ার’এ শাহরুখ খানের বিপরীতে অভিনয় করলেও, ‘কুছ কুছ হোতা হ্যায়’ এবং ‘অশোকা’ ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন করিশ্মা কাপুর (Karisma Kapoor)। পরবর্তীতে এই চলচ্চিত্রে অন্যান্য অভিনেত্রীদের নেওয়া হয়।

    img 20221103 235429

    শুধুমাত্র শাহরুখ খানই (shahrukh khan) নয়, বলিউডের তিনখানের সঙ্গেই অভিনয় করতে অস্বীকার করেছেন বলি কুইন কঙ্গনা রানাউত। এক সাক্ষাৎকারে কঙ্গনা রানাউত (Kangana Ranaut) বলেন, ‘আমি শাহরুখ স্যারের বড় ফ্যান। তবে আমাদের দুর্ভাগ্য যে আমাদের পথ কখনই এক হবে না’।

    img 20221103 235447

    ‘আমার মনে হয় আমার এবং শাহরুখ খানের কেমিস্ট্রি দর্শকদের মনে ধরবে না। আর শাহরুখ খানও মনে হয় আমার সঙ্গে কাজ করতে আগ্রহী হন’- এমন কথা বলে কিং খানের সঙ্গে ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন অনিল কন্যা সোনম কাপুর (Sonam Kapoor)।

    img 20221103 235518

    শাহরুখ খান (shahrukh khan) অভিনীত ‘ডর’ চলচ্চিত্রের জন্য নাকি প্রথমে শ্রীদেবীকে (Sridevi) প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু কোন অপ্রকশিত বিশেষ কারণে শ্রীদেবী সেই অফার ফিরিয়ে দিলে, তাঁর জায়গায় জুহি চাওলাকে নেওয়া হয়েছিল।