Skip to content

সংসারের সবচেয়ে সুমধুর বাবা মেয়ের সম্পর্ককে ফুটিয়ে তুলেছে বলিউডের এই ৩ টি সিনেমা

  img 20220620 131147

  সংসারে প্রতিটি সম্পর্কই অত্যন্ত মূল্যবান। আর তাঁর মধ্যে বাবা মেয়ের (father-daughter) সম্পর্ক অন্যতম। সংসার যেমনই হোক না কেন, সেখানে বাবার কাছে মেয়ে একজন রাজকন্যার সমান। বাবার কাছে মেয়ের মিষ্টি আবদার পূরণ করার যথাসাধ্য চেষ্টা করেন সকল বাবাই।

  আগেকার দিনে ঘরে মেয়ে জন্ম নিলে নানারকম চিন্তার বোঝা চাপত বাবার মাথায় উপর। কিভাবে মেয়েকে মানুষ করবে, মেয়ের বিয়ে দেবে নানারকম চিন্তা ভাবনা ঘুরত বাবার মাথায়। তবে আজকের দিনে যুগ অনেক বদলে গিয়েছে। আজ ছেলেদের সঙ্গে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে মেয়েরাও। তাই আজকের দিনে মেয়েরাও যথেষ্ট সম্মান পাচ্ছেন।

  আজকের দিনে দাঁড়িয়ে মেয়েরা নিজেদের মনের কথা প্রকাশের সুযোগ পাচ্ছে, স্বপ্নপূরণের সুযোগ পাচ্ছে, সাইকেল, বাইক, চারচাকা থেকে শুরু করে এমনকি ট্রেন, প্লেনও চালাচ্ছে মেয়েরা। বর্তমান প্রজন্মের মেয়েরা আর কোন অংশে কিন্তু পিছিয়ে নেই। তবে বাস্তবের এই সকল বিষয়গুলো সুন্দর করে আবার সিলভার স্ক্রিনেও ফুটিয়ে তোলা হয়। যেখানে বাবা মেয়ের (father-daughter) সম্পর্ককেও সুন্দর করে দেখানো হয়।

  dangal

  দঙ্গল (Dangal)- কথায় বলে ছোটবেলা থেকেই যদি সন্তানদের জীবনের ভিত মজবুত না করা হয়, তাহলে বড় হয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই ছবিতেও একজন কুস্তিগীর পিতা মহাবীর সিং ফোগাট, তাঁর মেয়েদের ভবিষ্যৎ মজবুত করার জন্য কন্যা গীতা এবং ববিতাকে কুস্তিগীর বানাতে চান। শুধু তাই নয়, নিজের সর্ব প্রশিক্ষণ দিয়ে দুই মেয়েকে জীবনে দাঁড় করায় এবং বর্তমানে তাঁরা সর্বজন পরিচিতিও লাভ করে।

  piku

  পিকু (Piku)- পরিচালক সুজিত সরকারের কমেডি-ড্রামা এই ছবিতে দীপিকা পাড়ুকোন এবং অমিতাভ বচ্চনকে বাবা মেয়ের (father-daughter) চরিত্রে দেখা গিয়েছে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে তর্ক বিতর্কের মধ্যে দিয়েই বাবা মেয়ের মিষ্টি সম্পর্ক ফুটিয়ে তোলা হয়েছে। সর্বোপরি বাবার দায়িত্ব নেওয়াকে গুরুত্ব দিয়ে মেয়ের বিয়ে না করার সিদ্ধান্ত নেওয়াটা, যে কারো চোখ জল এনে দেব।

  Gunjan Saxena

  গুঞ্জন সাক্সেনা: কারগিল গার্ল (Gunjan Saxena: The Kargil Girl)- গুঞ্জন সাক্সেনার জীবনী নিয়ে নির্মিত এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে জাহ্নবি কাপুরকে। ছবিতে দেখা যায় মা এবং ভাই তাঁকে সমর্থন না করলেও, বাবার সমর্থনে নিজের স্বপ্ন পূরণ করে পাইলট হয়ে দেখিয়েছেন গুঞ্জন।