Skip to content

আসছে এমন ৩ টি অ্যাকশন ফিল্ম, যা মুহূর্তেই বদলে দেবে বলিউডের ভাগ্য

    img 20230223 185737

    দীর্ঘ সময় পেরিয়ে গেছে তবুও ঘুরে দাঁড়াতে পারেনি বলিউড (Bollywood), পৌঁছতে পারেনি তার নিজের জায়গায়। বলিউডের উপর যেন শনির দৃষ্টি পড়েছি। সেই কারণে ২০২২ সালটা বলিউডের জন্য খুবই খারাপ কেটেছে। শুধুমাত্র ৩ টি চলচ্চিত্র বক্স অফিসে সাফল্য লাভ করলেও, বেশিরভাগ চলচ্চিত্রই ছুঁতে পারেনি দর্শকদের মন। তবে ২০২৩ সালের শুরু থেকেই একের পর এক হিট চলচ্চিত্র উপহার দিতে শুরু করেছে বলিউড। যাতে করে আশা করা যাচ্ছে, এই বছরটা ভাগ্যের চাকা হয়ত ঘুরেত পারে বলিউডের।

    চলতি বছরে তিনটি অ্যাকশন চলচ্চিত্রের দিকে তাকিয়ে রয়েছে গোটা বলিউড। আর এই দায়িত্ব পড়েছে ‘ট্রিপল এস’র কাঁধে। তাঁরা হলেন শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খান (Salman Khan) এবং সানি দেওল (Sunny Deol)। এই তিন বলিউড অভিনেতা আসন্ন তিনিটি চলচ্চিত্রের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে দর্শকমহলও।

    জওয়ান (Jawan)

    img 20230223 185528

    ‘পাঠান’র পর এবার এই বছরই মুক্তি পেতে চলেছে বলিউডের কিং খান শাহরুখ খানের আরও একটি অ্যাকশন ভিত্তিক চলচ্চিত্র ‘জওয়ান’। অ্যাটলি পরিচালিত এই চলচ্চিত্রে শাহরুখ খান ছাড়াও রয়েছেন দক্ষিণের সুপারস্টার বিজয় সেতুপতি এবং নয়নতারা। চলচ্চিত্র মুক্তির আগে প্রোমো দেখেই উত্তেজনা সৃষ্টি হয়ে দর্শকদের মধ্যে। সেই কারণে এই চলচ্চিত্র নিয়ে বেশ আশাবাদী দর্শকমহল।

    গদ্দর 2: এক প্রেম কথা (Gadar 2: Ek Prem Katha)

    img 20230223 185507

    ২০০১ সালে সানি দেওল এবং আমিশা প্যাটেল অভিনীত ‘গদ্দর- এক প্রেম কথা’ চলচ্চিত্র ব্যাপক হিট করেছিল। এ চলচ্চিত্রটি দর্শকদের থেকে অনেক ভালোবাসা পেয়েছিল। আবারও ২২ বছর পর এই চলচ্চিত্রের দ্বিতীয় পর্ব অর্থাৎ ‘গদ্দর 2: এক প্রেম কথা’ দর্শকমহলে আলোড়ন সৃষ্টি করবে বলেই ধারণা করা যাচ্ছে।

    টাইগার 3 (Tiger 3)

    img 20230223 185439

    বলিউডের ভাইজান সলমন খানের ‘টাইগার’ সিরিজের পরবর্তী চলচ্চিত্র ‘টাইগার থ্রি’ও মুক্তি পাচ্ছে এই বছরই। এখানে আবারও বহুদিন পর সলমন ক্যাটরিনার কেমিস্ট্রি দেখা যাবে।