Skip to content

‘এখনকার বাংলা ছবিতে কোন মাথামুণ্ডু নেই, দেখি না’- ঘুরিয়ে টলিউডকে অসম্মান করলেন কুমার শানু

    সারাদিনের কাজের ফাঁকে কিছুটা হলেও সময়বার করে মানুষ টিভির সামনে বসে পড়েন। আর টিভি খুলতেই সেখানে সিনেমা থেকে শুরু করে, সিরিয়াল, নাচ, গান, অভিনয়, জাদু, কমেডি ইত্যাদি বিষয়ে রিয়্যালিটি শোও দেখা যায়। তবে বর্তমান প্রজন্মের দর্শক এই সকল রিয়্যালিটি শোয়ের দিকেই একটু বেশি ঝুঁকছে।

    রিপোর্ট বলছে, সম্প্রতি সময়ে সিনেমা, কিংবা সিরিয়াল অপেক্ষা এই সকল রিয়্যালিটি শোয়ের টিআরপি অনেকখানি বেশি লক্ষ্য করা যাচ্ছে। আর এই সকল বিষয়ের নির্মাতারও এই বিষয়ের উপর বেশি গুরুত্ব দিচ্ছে। মানুষের চাহিদা বুঝে করে তুলছে বেশি আকর্ষণীয়।

    তবে অনেক ক্ষেত্রে এই সকল রিয়্যালিটি শো নিয়ে নানারকম গুজব ছড়িয়ে পড়তে দেখা যায়। আবার অনেক প্রতিযোগীরাও রিয়্যালিটি শোয়ের ভেতরের নানা চাঞ্চল্যকর তথ্য অনেক সময় ফাঁস করে দেয়। এসবের মধ্যে এবার মুখ খুললেন প্রখ্যাত সংগীত শিল্পী কুমার শানু (Kumar Shanu)।

    কম্পিউটেশনের বিষয় তুলে কুমার শানু (Kumar Shanu) বলেন, ‘আমাদের সময়ে কম্পিউটেশন ছিল। কিন্তু এখন তো পুরোটাই গিফটের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কাকে বাজার করে দিল, কার রেশন কে তুলে দিল, কে কত দামি গিফট দিতে পারল- এইসব। গোটাটাই চলছে গিফটের উপর’।

    এখানেই থামলেন না প্রখ্যাত গায়ক। বলিউডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘শুধু নাচলেই মিউজিক হয় না। এটা একটা থেরাপি। মনে রাখার এই জিনিস, যা মনে গেঁথে থাকবে। আর সেটা একখনকার গানে ভীষণই অভাব। বলিউডে লবিবাজি চললেও ট্যালেন্টকে কোনদিন আটকানো যায় না। যদি ১০০ টা গান তৈরি হয়, আর তার মধ্যে ১ টা গানও যদি আমার টাইপের হয়, তাহলে তা আমাকেই গাইতে হবে’।

    বলিউডের পর বাদ দিলেন না টলিউডকেও। বাংলা প্রসঙ্গে কুমার সাহ্নু (Kumar Shanu) বলেন, ‘আগে অনেক বাংলা ছবি দেখতাম। কিন্তু এখনকার ছবিতে কোন মাথামুণ্ডু নেই, তাই আর দেখি না’।