Skip to content

গুপ্ত ছবির এই পাঁচটি রহস্য যা সবার কাছে লুকিয়ে রেখেছিলেন নির্মাতারা, ২৫ বছর পর হল পর্দা ফাঁস

    img 20220714 125610

    বলিউডের একটি বিখ্যাত এবং জনপ্রিয় চলচ্চিত্র হল ‘গুপ্ত’ (Gupt)। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি ২৫ বছর পূর্ণ করল। সেইসময় বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল এই ছবিটি। এই ছবিটির সফলতার পেছনে ছিলেন ছবির অভিনেতা, অভিনেত্রী, পরিচালক থেকে শুরু করে ছবির পেছনের সমস্ত কলাকুশলীরা। তবে এতবছর পর এই ছবির বিষয়ে কিছু গোপন বিষয় সামনে এসেছে।

    জানিয়ে রাখি, হিন্দি সিনেমার অন্যতম সেরা থ্রিলার ছবি ‘গুপ্ত’ (Gupt)এ ব্যাকগ্রাউন্ড স্কোর প্রযোজনা করেছিলেন ভিজু শাহ। এই ছবিতে অসাধারণ কাজ করার জন্য তিনি পুরস্কৃতও হয়েছিলেন। কিন্তু এই ছবির প্রায় পুরো ব্যাকগ্রাউন্ডই চুরি করা হয়েছিল। জানা যায়, ছবিতে ‘দুনিয়া হাসিনো কা মেলা’ গানটি জাপানি সুরকার কিতারোর মাতসুরি গানের অনুকরণে করা হয়েছিল। অন্যদিকে ইংরেজি গান ডিপ ফরেস্ট থেকে নেওয়া হয়েছিল ছবির টাইটেল ট্রাকের মিউজিক। পাশাপাশি এই ছবির গানের জন্য তিন থেকে চার জায়গার রেফারেন্সও নেওয়া হয়েছিল।

    img 20220714 125454

    রিপোর্ট বলছে, এই ছবির মুখ্য চরিত্রে অর্থাৎ নায়কের চরিত্রে অভিনয়ের জন্য প্রথম অফার গিয়েছিল বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের কাছে। কিন্তু তিনি ব্যস্ত থাকায় তা চলে যায় সানি দেওলের কাছে। কিন্তু তিনিও এই ছবি করার জন্য সময় দিতে না পারায় পরিচালক রাজীবকে বল এই ছবির অফার পাঠান ভাই ববি দেওলের (Bobby Deol) কাছে। তারপর এই ছবির নায়ক হিসাবে নির্বাচন করা হয় ববি দেওলকে।

    img 20220714 125422

    এখানেই শেষ নয়, ছবির পরিচালক রাজীব সেইসময় ‘মোহরা’ ছবিটি পরিচালনা করায় ‘গুপ্ত’ (Gupt) ছবিতে নায়কার চরিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রস্তাব দিয়েছিলেন রবিনা ট্যান্ডনকে। ফটোশ্যুট করা হয়ে গেলেও, রবিনা ট্যান্ডন এই ছবির জন্য সময় দিতে না পারায় অফার যায় করিশ্মা কাপুরের কাছে। কিন্তু তিনিও সময় দিতে না পারার কারণে অফার চলে যায় মনীষা কৈরালার (Manisha Koirala) কাছে।

    img 20220714 125440

    আবার, সেইসময় কিছু ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছিলেন শাহরুখ খান। সেই কারণে কাজলের (Kajol) কাছে সেই সময় এই ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয়ের অফার আসতেই, এককথায় রাজী হয়ে যান তিনি। পরবর্তীতে কাজলই বলিউডের প্রথম অভিনেত্রী, যিনি খলনায়িকার চরিত্রে অভিনয় করার জন্য পুরস্কারও পেয়েছিলেন।