দক্ষিণি ছবি বাহুবলীতে (bahubali) অভিনয়ের পর গোটা দেশ জুড়ে অভিনেতা প্রভাসের (Prabhas) জনপ্রিয়তা বহুগুণ বেড়ে গিয়েছে। বাহুবলী ছবিতে অসাধারণ অভিনয় দক্ষতা প্রদর্শনের পর, প্রভাস অপেক্ষা বাহুবলী (bahubali) নামেই বেশি পরিচিতি পেয়েছন এই অভিনেতা।
বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল এই ছবি। বাহুবলী ছবির দুটো পর্বই সমানভাবে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। সেই কারণে এই ছবির তৃতীয় পর্বের জন্য বেশকিছু দিন ধরেই মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।
দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে এক দারুণ সুখবর দিল ছবির প্রযোজক প্রসাদ দেবীনি। সূত্র মারফত জানা গিয়েছে, এই ছবির তৃতীয় ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে বলতে গিয়ে প্রযোজক জানিয়েছেন, বাহুবলীর দুনিয়ায় গল্পের এত স্কোপ রয়েছে যে দর্শক এই ছবি খুব ভালো ভাবেই দেখবে।
এই খবর শোনার পর দর্শকদের ধারণা, ভারতীয় সিনেমার সমস্ত রেকর্ড ভেঙ্গে দিতে পারে দক্ষিণি অভিনেতা প্রভাস। তবে এখনই এই ছবির তৃতীয় পর্ব নিয়ে কাজ শুরু করার বিষয়ে কিছু জানায়নি পরিচালক এসএস রাজামৌলি। বর্তমানে বেশ কিছু ছবির কাজও রয়েছে তাঁর হাতে।
জানিয়ে রাখি, কিছুদিন আগেই দক্ষিণি ছবি আরআরআর-র প্রমোশনের সময় পরিচালক রাজামৌলি বাহুবলী ৩ নিয়ে কিছু সংকেত দিয়েছিলেন। আর সেই থেকেই দর্শকমহলে এই ছবির তৃতীয় পর্ব নিয়ে বেশ উন্মাদনা তৈরি হয়েছে। তবে যদিও বা বাহুবলী ৩ ছবি তৈরি হয়, তাহলে তা তৈরি হতে বেশ কিছুটা সময় লাগবে।