Skip to content

রয়েছে মাত্র ৮০ জন সদস্য, বিলুপ্তির পথে পৃথিবীর এই আদিম উপজাতি

    পৃথিবীতে আজও এমন কিছু উপজাতি (Tribe) রয়েছে, যারা সমাজের এই নিয়ম কানুন থেকে রয়েছেন বহুদূরে। যাদের জীবনটা আজও সেই আদিম যুগেই বিদ্যমান। তাঁদের চিন্তাধারা এখনও সেই প্রাচীন যুগেই পড়ে আছে। মানুষ উন্নতির চূড়ায় পৌঁছে, গেলেও তারা এখনও অন্ধকারেও নিমজ্জিত রয়েছে।

    তবে সেসকল উপজাতির (Tribe) মধ্যে বেশ কিছু প্রজাতি বর্তমান সময়ে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। যেমন- আমাজন রেইনফরেস্টে (amazon rainforest) বসবাসকারী প্রায় ১০০ রকমের উপজাতি (Tribe) রয়েছে, যাদের কাছে জঙ্গলটাই তাঁদের বাড়ি। এদের মধ্যে আওয়া উপজাতির (awa tribe) মানুষ সবথেকে বেশি সংকটে রয়েছে। আমাজন (amazon rainforest) থেকে অবৈধভাবে কাঠ কাটার ব্যবসা বাড়তে থাকায়, তাঁদের ঘরবাড়ি বিলুপ্তির পথে এগোচ্ছে।

    পর্তুগিজদের আগমনের পূর্বে প্রায় ৫০০ বছর আগে এই আওয়া উপজাতির (awa tribe) বাসস্থান ছিল উত্তর ব্রাজিলের পারা রাজ্য। সেখানে ছোট গ্রামে থেকে চাষবাস নিয়ে থাকলেও, হানাদারদের আগমনের জন্য সেখান থেকে বিদ্রোহের ফলে তাঁদের বাসস্থান ত্যাগ করতে হয়।

    এই ঘটনার পর তারা বনজারা উপজাতিতে পরিণত হয়। বর্তমান সময়ে এদের মোট ৮০ জন সদস্য বেঁচে রয়েছেন। আল্টো তুরিয়াচু রিজার্ভে কেউ কেউ বস্তি স্থাপন করেছে, আবার কেউ কেউ নিজের মত থাকতে গিয়ে বিছিন্ন হয়ে গিয়েছে। গুয়াজা ভাষায় কথা বলা এই প্রজাতি নিজেদেরকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছেন।

    আজকের দিনে দাঁড়িয়েও এই প্রজাতির মানুষ তির ধনুক ব্যবহার করেন, গুলি বন্দুকের সাহায্য নেয়। এদের বসতির প্রায় ৩৫ শতাংশ জমি ধ্বংস হয়ে গিয়েছে বলে জানা যায়। তবুও এরা সেখানেই কোনক্রমে রয়েছেন। খাবার হিসাবে তারা পশুখাদ্য ব্যবহার করলেও, শিকারের সময় কোন পশুর বাচ্চা দেখলে, সেটিকে ঘরে নিয়ে এসে লালন পালন করে ঠিক সন্তানের মত করেই।