Skip to content

একাধিক চমক রয়েছে এবারের টিআরপি লিস্টে, বদলে গিয়েছে জনপ্রিয় ধারাবাহিকের স্থান! রইল তালিকা

  img 20230129 195310

  ধারাবাহিক প্রেমী মানুষদের কাছে বৃহস্পতিবার দিনটা বিশেষ এক দিন। কারণ সারা সপ্তাহ অপেক্ষার পর বৃহস্পতিবারেই প্রকাশিত হয় সাপ্তাহিক টিআরপি (trp)। অর্থাৎ, সারা সপ্তাহ ধারাবাহিক (serial) দেখার পর রেটিং-র বিচারে দেখা যায় কোন ধারাবাহিক ঠিক কত পয়েন্ট পেয়ে কোন স্থানে রয়েছে।

  তবে গত সপ্তাহে কিছুটা দেরী করতে হয়েছিল ধারাবাহিক প্রেমী মানুষদের। বৃহস্পতিবারের বদলে শুক্রবার প্রকাশিত হয় এই টিআরপির তালিকা। চলুন আপনিও একবার দেখে নিন এই তালিকা। আর দেখে নিন আপনার পছন্দের ধারাবাহিক ঠিক কোন স্থানে রয়েছে।

  img 20230129 195109

  প্রথম- অনুরাগের ছোঁয়া- ৯.১- স্টার জলসা।

  দ্বিতীয়- জগদ্ধাত্রী- ৮.৪- জি বাংলা।

  img 20230129 195042

  তৃতীয়- গৌরী এলো- ৭.৮- জি বাংলা।

  চতুর্থ- নিম ফুলের মধু- ৭.৬- জি বাংলা।

  পঞ্চম- বাংলা মিডিয়াম- ৭.২- স্টার জলসা।

  পঞ্চম- পঞ্চমী- ৭.২- স্টার জলসা।

  ষষ্ঠ- রাঙা বউ- ৬.৯- জি বাংলা।

  ষষ্ঠ- খেলনা বাড়ি- ৬.৯- জি বাংলা।

  সপ্তম- এক্কা দোক্কা- ৬.৮- স্টার জলসা।

  অষ্টম- গাঁটছড়া- ৬.৬- স্টার জলসা।

  নবম- হরগৌরী পাইস হোটেল- ৬.৩- স্টার জলসা।

  img 20230129 195054

  নবম- আলতা ফড়িং- ৬.৩- স্টার জলসা।

  দশম- মিঠাই- ৫.৯- জি বাংলা।

  তালিকা দেখে বোঝা যাচ্ছে, গত কয়েক সপ্তাহের ট্রেন্ড ধরে নিজের জায়গাতেই রয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। অন্যদিকে খুব বেশিদিন শুরু না হয়েও এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। আবার সম্প্রতি শুরু হতে না হতেই ষষ্ঠ স্থান দখল করেছে জি বাংলার ‘খেলনা বাড়ি’র সঙ্গে ‘রাঙা বউ’ও।

  তবে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে স্টার জলসার ‘গাঁটছড়া’। আর কোনরকমে এই তালিকার দশম স্থানে দাঁড়িয়ে আছে জি বাংলার ‘মিঠাই’।