Skip to content

এই পৃথিবীতে এমন অনেক স্থান আছে যা আজও মানুষের অজানা, ঘুরে দেখার আগে দেখে নিন তালিকা

    img 20220923 122142

    ঢাকে কাঠি পড়ে গিয়েছে। মা প্রায় এসেই গিয়েছেন। ইতিমধ্যেই বেশ কিছু প্যান্ডেলে পুজো উদ্বোধনও হয়ে গিয়েছে। তবে আবার কিছু প্যান্ডেলে প্যান্ডেলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এমন অনেকেই আছেন যারা পুজোর সময় বাড়ি ছেড়ে কোথাও যেতে চান না। প্যান্ডেলে প্যান্ডেলে হপিং, জমিয়ে খাওয়া দাওয়া, হইহুল্লোড় নিয়েই মেতে থাকেন। তবে আবার এমন অনেকেও আছেন, যারা টানা কিছুদিনের ছুটি পেয়ে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন।

    সেরকমই ভ্রমণ পিপাসুদের জন্য জানাব, এই পৃথিবীতেই এমন কিছু স্থান আছে, যা অনেকেরই অজানা। প্রকৃতির কাছাকাছি এইসকল স্থানে ভ্রমণের ফলে আপনার শরীর মন সবকিছুই ভালো হয়ে যাবে। মনে হবে আপনি স্বর্গে পৌঁছে গেছেন। চাইলে পুজোতেই বেরিয়ে পড়ুন না এর মধ্যে কোন স্থানে। রইল তালিকা-

    img 20220923 122109

    ফরেস্ট লেক (The Forest Lake, Russia)- রাশিয়ার বিস্তীর্ণ বনভূমির মধ্যে অবস্থিত এই রহস্যময় হ্রদটির বিষয়ে অনেকেই জানেন না। এখানকার এত ঘন জঙ্গলে এত সুন্দর যে একটা লেক থাকতে পারে, তা অনেকেরই অজানা। চাইলে আপনি এই স্থানে ভ্রমণ করতে পারেন এবং হেলিকাপ্টার থেকে বেশকিছু দুর্দান্ত ছবিও তুলতে পারেন।

    img 20220923 122058

    হনকোহাউ জলপ্রপাত, মাউই (Honokohau Falls, Maui)- সবুজ পাহাড়ে ঘেরা চারপাশের মধ্যেই ১১১৯ ফুট উচ্চতা বিশিষ্ট একটি সুন্দর জলপ্রপাত আপনি দেখতে পাবেন এই স্থানে। এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আপনাকে হেলিকপ্টারে চড়ে হাওয়াইয়ের মাউই দ্বীপে যেতে হবে এবং পশ্চিম মাউই পর্বতমালার উপত্যকায় যেতে হবে।

    img 20220923 122047

    টেপুই, ভেনিজুয়েলা (Tepui, Venezuela)- ভেনিজুয়েলার টেপুইতে অবস্থিত এই পর্বতগুলোকে আলাদা সত্তা হিসেবে পাওয়া যায়। জানা যায়, ‘টেপুই’ শব্দটি গ্রান সাবানার আদিবাসীরা ‘দেবতার ঘর’ বোঝাতে ব্যবহার করে থাকেন।

    img 20220923 122035

    শেটল্যান্ড দ্বীপপুঞ্জ, স্কটল্যান্ড (Shetland Islands, Scotland)- এই দ্বীপে মাত্র ৪০ জন মানুষের বসবাস রয়েছে। প্রাকৃতিক ঐতিহ্য ও জীববৈচিত্র্যে ভরপুর এই স্থানে রয়েছে একটিমাত্র দোকান। এখানে সবুজ প্রকৃতি এবং পাখিদের মধ্যে থাকা জনগণ একেবারেই সুরক্ষিত রয়েছে।

    Discover more from Entertainment News in Bengali, Latest Tollywood and Bollywood news in Bangla

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading