Skip to content

খোলা চুলে আকাশের নীচে বঙ্গললনার বেশে ‘বালা নাচো তো দেখি’ গানে দুর্দান্ত নাচ দুই তরুণীর, ঝড়ের গতিতে ভাইরাল হল ইউটিউব ভিডিও

    img 20220717 125737

    বর্তমান সময়ে তরুণ প্রজন্মের কাছে সর্বাপেক্ষা ব্যবহৃত মাধ্যম হল স্যোশাল মিডিয়া (social media)। এখনে ফেসবুক থেকে শুরু করে ইউটিউব (youtube), সব মাধ্যম যেন হাতের মুঠোয় থাকে তরুণ প্রজন্মের। তবে এসবের মধ্যে ইউটিউব হল একাধারে বিনোদনের জগত, আবার অর্থ উপার্জনের মাধ্যমও। তাই সম্প্রতি সময়ে দেখা যায়, অনেকেই নানারকম ভিডিও তৈরি করে তা ইউটিউবে আপলোড করছেন। আর তা থেকে পরিচিতির পাশাপাশি মাস গেলে পাচ্ছেন মোটা অংকের টাকাও।

    এই ইউটিউবের (youtube) দুনিয়ায় নানারকমের ভিডিও (video) আপলোড হতে দেখা যায়। যার মধ্যে থাকে নাচ, গান, কমেডি, ভ্রমণ, শিক্ষণীয় ইত্যাদি বিষয়। আর এইসকল ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে অনেকেই নতুন করে ইউটিউবে চ্যানেল খোলার রসদ পায়। তবে বর্তমান সময়ে ইউটিউবে দুটি মেয়ের নাচের ভিডিও ব্যাপকহারে ভাইরাল হয়েছে। যা নিয়ে রীতিমত হইচই পড়ে গিয়েছে স্যোশাল মিডিয়ায়।

    img 20220717 125816

    এই ভাইরাল ভিডিওতে (viral video) দেখা যায়, দুটি মেয়ে সবুজে ঘেরা একটি বাগান বাড়ির সামনে নৃত্য পরিবেশন করছেন। তাঁদের পড়নে রয়েছে বঙ্গললনার শাড়ি। আটপৌরে করে একজন পড়েছেন গোলাপি রঙের শাড়ি এবং অন্যজনের পড়নে রয়েছে আকাশি রঙের শাড়ি। সেইসঙ্গে মুখে মেকআপের সঙ্গে রয়েছে গলায় হার এবং কানে দুলও। খোলা চুলে, কোমর দুলিয়ে ‘বালা নাচো তো দেখি’ গানে নাচ করে রাতের ঘুম উড়িয়েছেন বহু মানুষের। সেইসঙ্গে রয়েছে তাঁদের অনবধ্য এক্সপ্রেশন, যা দেখে মুগ্ধ নেটিজনরা।

    তাঁদের এই নাচের ভিডিও ইউটিউবে (youtube) শেয়ার করতেই মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। মাত্র ৫ দিন আগেই অর্থাৎ ১০ জুলাই ‘STS FOLK CREATION’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি শেয়ার হয়েছে। এই ভিডিও (video) দেখে ইতিমধ্যেই ২০০-র বেশি মানুষজন কমেন্ট করেছেন এবং ১০ হাজার মানুষ দেখেও নিয়েছেন।