সাউথ ইন্ডাস্ট্রি (South Industry) আজকাল তুমুল আলোচনায়। এই ইন্ডাস্ট্রির অনেক বড় ছবি যেমন পুষ্পা, কেজিএফ, আরআরআর, বাহুবলি বক্স অফিসে প্রতিটি রেকর্ড ভেঙেছে। সম্প্রতি RRR ছবির বিখ্যাত গান নাটু নাটু অস্কার পুরস্কার জিতে সাউথ ইন্ডাস্ট্রিকে সর্বত্র বিখ্যাত করেছে। অস্কার পুরস্কার জেতার পর সারা বিশ্বে দক্ষিণী ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা চলছে।
দক্ষিণী ছবির পাশাপাশি দক্ষিণের নায়করাও বেশ আলোচনায় থাকেন। শুধুমাত্র দক্ষিণ ইন্ডাস্ট্রির নায়ক রামচরণ বা আল্লু অর্জুন নয়, তাদের স্ত্রীরাও প্রায়শই শিরোনামে থাকেন। আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কয়েকজন অভিনেতার স্ত্রী’র কথা বলতে যাচ্ছি। যার সৌন্দর্য কোনো অভিনেত্রীর চেয়ে কম নয়।
এই তালিকায় প্রথমেই আসে দক্ষিণী ইন্ডাস্ট্রির শীর্ষ অভিনেতা মহেশ বাবুর নাম। মহেশ বাবু এখন পর্যন্ত এই ইন্ডাস্ট্রিতে অনেক সুপারহিট ছবি করেছেন। তিনি সুপরিচিত অভিনেত্রী এবং ফেমিনা মিস ইন্ডিয়া নম্রতা শিরোদকারকে বিয়ে করেছেন। নম্রতা বলিউডের অনেক হিন্দি ছবিতে খুব স্মরণীয় কাজ করেছেন। আজও তিনি সৌন্দর্যে নায়িকাদের পেছনে ফেলেছেন। মহেশ বাবু ও নম্রতার দুই সন্তান রয়েছে।
সাউথ ইন্ডাস্ট্রির অ্যাকশন হিরো আল্লু অর্জুনের কথা তো সবাই জানেন। তিনি তার বলিষ্ঠ অভিনয়ের মাধ্যমে সারা বিশ্বে আধিপত্য বিস্তার করেছেন। ‘পুষ্পা-র মতো সুপারহিট ছবি দেওয়ার পর তার ফ্যান ফলোয়িং আরও বেড়েছে। তার স্ত্রী স্নেহা রেড্ডি সম্পর্কে বলতে গেলে, তিনি বিখ্যাত রাজনীতিবিদ কাঞ্চরলা চন্দ্রশেখর রেড্ডির কন্যা। ২০১১ সালের ৬ই মার্চ বিয়ে করেন এই দম্পতি। আজ তারা দুই সন্তানের বাবা-মা হয়েছেন।
এই ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ অভিনেতা, রামচরণের নামও রয়েছে এই তালিকায়। তিনি তার কলেজের বন্ধু উপাসনা কামিনেনিকে বিয়ে করেন। কলেজের সময় দুজনেই একে অপরকে ডেট করতেন। এরপর ২০১২ সালে ধুমধাম করে বিয়ে করেন তারা। সোশ্যাল মিডিয়াতে রামচরণের লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার রয়েছে। শুধু তাই নয়, তার স্ত্রী সৌন্দর্যের ক্ষেত্রেও বেশ আলোচিত। সোশ্যাল মিডিয়ায় প্রায় ভাইরাল হতে থাকে তার ছবি। এছাড়াও উপাসনা অ্যাপোলো চ্যারিটির ভাইস চেয়ারম্যান।
বাহুবলী ছবির অভিনেতা রানা দাগ্গুবাতি একজন বিখ্যাত অভিনেতা। ছবিতে অসাধারণ অভিনয় দেখিয়ে সবার মন জয় করেছেন। বহু ছবিতে তিনি খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন। ২০২০ সালে মিহিকা বাজাজকে বিয়ে করেন তিনি। তার সৌন্দর্য নিয়ে আলোচনা চলতেই থাকে। এছাড়া তিনি একজন বিখ্যাত ব্যবসায়ী হিসেবেও পরিচিত।
এই তালিকায় রয়েছে জুনিয়র এনটিআরের নামও। আরআরআর-এর মতো ছবিতে কাজ করা এই অভিনেতা ব্যক্তিগত জীবনের কারণেও লাইমলাইটে থাকেন। অনেক ছবিতে কাজ করেছেন তিনি। তার জীবনের অনেক বছর দেওয়ার পর এবং এত সাফল্যের পরেও, জুনিয়র এনটিআর খুব সহজ সরল জীবনযাপন করেন। শুধু এনটিআর নয়, তার স্ত্রীরও সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফ্যান ফলোয়িং রয়েছে। এনটিআরের স্ত্রী লক্ষ্মী প্রাণথি সৌন্দর্যের দিক থেকে অভিনেত্রীদেরও হার মানায়।